একভাবে টিআরপি তালিকায় জায়গা ধরে রেখেছে মিঠাই। মিঠাই পরিবারের সদস্যদের পর্দার বাইরে সম্পর্কটা কেমন। সেই ছবি আবারও ধরা পড়ল ক্যামেরায়। পর্দার বাইরেও সবাই পরিবারের সদস্যের মতোই থাকেন। এমনই ছবি ধরা পড়ল এবার ক্যামেরায়।
এক ভাবে টিআরপি তালিকায় নিজেদের জায়গা ধরে রেখেছে মিঠাই। মিঠিইয়ের গল্প যে দর্শকদের মনে একটা জায়গা করে নিয়েছে তা আর বলার অবকাশ রাখেনা। মিঠাইয়ের শ্যুটিংয়ের বহু দৃশ্যই আগে এশিয়ানেটের হাত ধরে উঠে এসেছে। শ্যুটিং ফ্লোরে যে মিঠাই পরিবারের সদস্যরা যে কতটা মজা করে সেই ছবি উঠে এসেছে আগেই। তবে মিঠাই অর্থাৎ মোদক পরিবারের সদস্যরা পর্দার বাইরে মোদক পরিবারের সদস্য না হলেও, পরিবারের সদস্য হিসেবেই থাকেন সকলে। পর্দার বাইরেও তারা বেশ মজা করে সময় কাটায়। সেই ছবি বহুবার উঠে এসেছে। আর তাই বছরের শেষ দিনটাও একসঙ্গে কাটাতে দেখা গিয়েছে তাঁদের। নতুন বছর শুরুর পরে বেশ কটা দিন কেটে গেলেও তাঁদের এই ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর কাড়ছে। যেখানে সিড অর্থাৎ আদৃতের গানে জমে উঠতে দেখা গিয়েছে পার্টি। দেখুন সেই মিষ্টি মুহূর্তের ভিডিও।