শরীরচর্চা করতে ব্যস্ত ঋদ্ধিমা ঘোষ। নিজেকে ফিট রাখতে কঠোর দৈহিক পরিশ্রম ঋদ্ধিমার। ইশা সাহার ফিগারের তারিফ করে থাকেন অনেকেই। জিমে শরীরচর্চার ভিডিও শেয়ার করলেন ইশা। মধুমিতার জিরো ফিগার নজরকাড়ে সকলের।
নিজেকে ফিট রাখতে কে না চায়। নিজেকে ফিট রাখতে কমবেশি সবাই শরীরচর্চা করেন। শরীর চর্চার সঙ্গেই ডায়েটও করেন অনেকে। এই তালিকায় প্রথমেই রয়েছেন অভিনেতা এবং অভিনেত্রীরা। নিজেদেরকে আরও আকর্ষণীয় করে তুলতে এরা যেমন শরীরচর্চা করেন ঠিক তেমনই ডায়েটও করেন এরা। তারকাদের শরীরচর্চার ভিডিও হামেশাই সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে আসে। টলি থেকে শুরু করে বলি তারকা সকলেরই শরীরচর্চার ভিডিও সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে আসে। এবার শরীরচর্চার ভিডিও শেয়ার করলেন টলি তারকা ঋদ্ধিমা। শরীরচর্চা করতে ব্যস্ত ঋদ্ধিমা ঘোষ। নিজেকে ফিট রাখতে কঠোর দৈহিক পরিশ্রম করেন ঋদ্ধিমা সেই ছবি উঠে এল এবার সোশ্যাল মিডিয়ার হাত ধরে। অন্যদিকে, ইশা সাহার ফিগারের তারিফ করে থাকেন অনেকেই। জিমে শরীরচর্চার ভিডিও শেয়ার করলেন ইশা। মধুমিতার জিরো ফিগার নজরকাড়ে সকলের। সোশ্যাল মিডিয়ায় মধুমিতা শেয়ার করলেন শরীরচর্চার ভিডিও। প্রসঙ্গত, ৭ এপ্রিল ছিল ওয়ার্ল্ড হেলথ ডে, এই দিনই নিজেদের শরীরচর্চার ভিডিও পোস্ট করেছেন তিন টলি সুন্দরী।