রাজশ্রী পুত্র ইউভান এখন এক খুদে তারকা। রাজ-শুভশ্রীর হাত ধরেই উঠে আসে তার নানান মজার ভিডিও। কখনও তাকে দেখা যায় বাবার কোলে গাড়ি চালাতে। নানান মজার ভিডিও উঠে আসে সোশ্যাল মিডিয়ার হাত ধরে।
রাজশ্রী পুত্র ইউভান এখন এক খুদে তারকা। তার মজার মজার ভিডিও দেখতে ভালোবাসেনা এমন মানুষ মেলা ভার। এই ছোট্ট বয়সেই তার রয়েছে প্রচুর ভক্ত। রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই উঠে আসে তার নানান মজার ভিডিও। কখনও তাকে দেখা যায় বাবার কোলে বসে গাড়ি চালাতে। কখনও দেখা যায় ঘরের মধ্যে খেলে বেড়াতে। তার নানান মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন কখনও রাজ চক্রবর্তী কখনও শুভশ্রী। তার নানান মজার ভিডিও উঠে আসে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আবারও তেমনই এক মজার ভিডিও উঠে এল এবার। একাই ফুটবল খেলতে দেখা গেল ছোট্ট ইউভানকে। মাঠের মধ্য়ে ফুটবল নিয়ে খলতে দেখা গেল এই খুদেকে। খেলতেই খেলতেই পড়ে যেতেও দেখা গিয়েছে তাকে। পড়ে গিয়েও কান্নাকাটি নেই তার, খোশ মেজাজে চালিয়ে যেতে দেখা গিয়েছে তার খেলা।