মিঠাই মানে দুষ্টু-মিষ্টি ব্যবহার, সঙ্গে চারপাশে মিষ্টি-র আয়োজন ও সম্ভার। মিঠাই-এর এই চরিত্রের জন্য-ই মোদক পরিবারেও তাঁর পপুলারিটি পেতে বেশি বেগ পেতে হয়নি। এহেন মিঠাই আবার হাত দিচ্ছে নতুন এক মিষ্টি-তে।
এই মুখ নিশ্চিতভাবে বাংলা টেলি সিরিয়ালের দর্শকদের কাছে জনপ্রিয়। নামটা নিশ্চয় বলে দিতে হবে না। থুড়ি, তাও বলে দেওয়া ভালো- কারণ নামেতে আরও একবার হয়তো রিকল করে নিতে পারবেন মিঠাই সিরিয়ালের মিঠাই-কে। আর জনপ্রিয়তার নিরিখেও এখন সব বাংলা সিরিয়ালকেই ছাপিয়ে গিয়েছে মিঠাই-এর জমজমাট কাহিনি। মিঠাই মানে দুষ্টু-মিষ্টি ব্যবহার, সঙ্গে চারপাশে মিষ্টি-র আয়োজন ও সম্ভার। মিঠাই-এর এই চরিত্রের জন্য-ই মোদক পরিবারেও তাঁর পপুলারিটি পেতে বেশি বেগ পেতে হয়নি। এহেন মিঠাই আবার হাত দিচ্ছে নতুন এক মিষ্টি-তে- কি সেই মিষ্টি- চলুন তাহলে দেখেই নেওয়া যাক। চিতই পিঠে বাংলার এক জনপ্রিয় মিষ্টি। ফি বছরই পিঠে-পুলিয়র পার্বণে চিতই পিঠে বাংলার ঘরে ঘরে রসনার আর এক নাম। এহেন চিতই পিঠে এখন বানাচ্ছে মিঠাই। কিন্তু স্বামী উচ্ছ্বেবাবুর মন কি তাতে গলবে? যদিও, মিঠাই-এর উচ্ছেবাবুর এখন বেশ মনে ধরেছে তাঁর এই দুষ্টু-মিষ্টি সহধর্মিণীকে। বাকি রসায়ন জানতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়। বাংলা টেলি সিরিয়ালের দুনিয়ার এমন সব মজাদার খবর পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের অন্যসব ভিডিও স্টোরিতে। আর সাবস্ক্রাইব করুন এশিয়ানেট নিউজ বাংলার ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন।