উৎকর্ষ সমাবেশে নরেন্দ্র মোদী, সরকারি প্রকল্পের লাভ কত- বোঝালেন সকলকে

উৎকর্ষ সমাবেশে মোট ১২,৮৫৪ জন উপভোক্তা যোগ দিয়েছিলেন। গুজরাটের ভারুচে এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। উৎকর্ষ-এর ৪টি প্রকল্প থেকে এই উপভোক্তাদের চিহ্নিত করা হয়েছিল। উৎকর্ষ প্রকল্পের ১০০ শতাংশ প্রয়োগে বিভাজন দূর হয়েছে- মোদী। সরকারি প্রকল্প নিয়ে মানুষ সেভাবে খবর রাখতেন না- মোদী। যার ফলে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যেত না- মোদী। কিন্তু উৎকর্ষ প্রকল্পে সেই বাধা দূর হয়েছে - মোদী। মূলত প্রবীণ এবং অবহেলিতদের জন্য এই উৎকর্ষ প্রকল্প। চলতি বছরের ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এই প্রকল্প চলেছিল। সেখান থেকেই এই উপভোক্তাদের চিহ্নিত করা হয়েছিল। 

ভার্চুয়ালে উৎকর্ষ সমাবেশে প্রায় ১৩ হাজার মানুষের সঙ্গে মোলাকাত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অধিকাংশ মানুষই সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা নিয়ে অবগত নন। এটা বহুদিনের সমস্যা। আর এই সমস্যা নিরসনে চলচি বছরে একটি প্রকল্প নেওয়া হয়েছে যার নাম উৎকর্ষ। এই প্রকল্পে সরকার অন্তত ৪টি প্রকল্প সম্পর্কে মানুষকে সচেতন করা এবং তাতে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করা। সাধারণ জেলা পর্যায়ের সরকারি আধিকারিকদের এই দায়িত্ব অর্পণ করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় ১২ হাজার ৮৫৪জনকে চিহ্নিত করা হয়। এরপর এদের নিয়ে আসা হয় উৎকর্ষ সমাবেশের ছাতার তলায়। মূলত প্রবীণ এবং অবেহেলিতদের জন্য এই প্রকল্প। সরকারি প্রকল্প একজন সাধারণ মানুষকে কতভাবে সাহায্য করতে পারে তা এদিন সকলের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি এই সমাবেশে যোগ দেওয়া প্রধানমন্ত্রী সকলকে অনুপ্রাণিত করেন যাতে তারা সরকারি প্রকল্পের প্রকৃত লাভ ওঠাতে পারে সে জন্য। সমাবেশের এই আলাপচারিতায় বহু মানুষ তাদের দুঃখ-কষ্ট দুর্দশা এবং কীভাবে সরকারি প্রকল্প তাঁদের সাহায্য করছে তা তুলে ধরেন। 

06:15PM Modi: রামনবমীতে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা মোদীর, দেখুন কী বলছেন প্রধানমন্ত্রী08:10Rajeev Chandrasekhar: মুনাম্বামের প্রতিবাদ শিবিরে রাজীব চন্দ্রশেখর, দেখুন ভিডিও05:09SSC Scam Case : ২৬ হাজার চাকরি গেল, কারা দায়ী! কী বলল সুপ্রিম কোর্ট? দেখুন10:45'ওয়াকফ ট্রাস্ট, কোনও ধর্মীয় প্রতিষ্ঠান নয়' ব্যাখ্যা দিয়ে ধুয়ে দিলেন লালন সিং | Lalan Singh10:44Waqf Amendment Bill : 'ওয়াকফ ট্রাস্ট, কোনও ধর্মীয় প্রতিষ্ঠান নয়' ব্যাখ্যা দিয়ে ধুয়ে দিলেন লালন সিং07:41'এই চোপ...কিচ্ছু জানে না, শুধু বকর বকর' এক ধমকে TMC সাংসদদের চুপ করিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়07:54'মোদীজি না থাকলে সংসদ ভবনও ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যেত' | Kiren Rijiju Waqf Amendment Bill07:53Waqf Bill Debate : 'সংসদ ভবনও ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যেত' সংসদে বিস্ফোরক কিরেন রিজিজু07:58ওয়াকফ সংশোধনী বিল : মুসলিম ধর্মীয় নেতাদের সমর্থন নাকি বিরোধিতা? | Waqf Amendment Bill 202507:58Waqf Amendment Bill 2025 : ওয়াকফ সংশোধনী বিল: মুসলিম ধর্মীয় নেতাদের সমর্থন নাকি বিরোধিতা? দেখুন প্রতিক্রিয়া
Read more