উৎকর্ষ সমাবেশে মোট ১২,৮৫৪ জন উপভোক্তা যোগ দিয়েছিলেন। গুজরাটের ভারুচে এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। উৎকর্ষ-এর ৪টি প্রকল্প থেকে এই উপভোক্তাদের চিহ্নিত করা হয়েছিল। উৎকর্ষ প্রকল্পের ১০০ শতাংশ প্রয়োগে বিভাজন দূর হয়েছে- মোদী। সরকারি প্রকল্প নিয়ে মানুষ সেভাবে খবর রাখতেন না- মোদী। যার ফলে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যেত না- মোদী। কিন্তু উৎকর্ষ প্রকল্পে সেই বাধা দূর হয়েছে - মোদী। মূলত প্রবীণ এবং অবহেলিতদের জন্য এই উৎকর্ষ প্রকল্প। চলতি বছরের ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এই প্রকল্প চলেছিল। সেখান থেকেই এই উপভোক্তাদের চিহ্নিত করা হয়েছিল।
ভার্চুয়ালে উৎকর্ষ সমাবেশে প্রায় ১৩ হাজার মানুষের সঙ্গে মোলাকাত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অধিকাংশ মানুষই সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা নিয়ে অবগত নন। এটা বহুদিনের সমস্যা। আর এই সমস্যা নিরসনে চলচি বছরে একটি প্রকল্প নেওয়া হয়েছে যার নাম উৎকর্ষ। এই প্রকল্পে সরকার অন্তত ৪টি প্রকল্প সম্পর্কে মানুষকে সচেতন করা এবং তাতে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করা। সাধারণ জেলা পর্যায়ের সরকারি আধিকারিকদের এই দায়িত্ব অর্পণ করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় ১২ হাজার ৮৫৪জনকে চিহ্নিত করা হয়। এরপর এদের নিয়ে আসা হয় উৎকর্ষ সমাবেশের ছাতার তলায়। মূলত প্রবীণ এবং অবেহেলিতদের জন্য এই প্রকল্প। সরকারি প্রকল্প একজন সাধারণ মানুষকে কতভাবে সাহায্য করতে পারে তা এদিন সকলের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি এই সমাবেশে যোগ দেওয়া প্রধানমন্ত্রী সকলকে অনুপ্রাণিত করেন যাতে তারা সরকারি প্রকল্পের প্রকৃত লাভ ওঠাতে পারে সে জন্য। সমাবেশের এই আলাপচারিতায় বহু মানুষ তাদের দুঃখ-কষ্ট দুর্দশা এবং কীভাবে সরকারি প্রকল্প তাঁদের সাহায্য করছে তা তুলে ধরেন।