রবিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয় একটি ভিডিও। ভিডিও পোস্ট হতে না হতেই তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে নয়ডার ঝাঁ চকচকে রাস্তায় ছুটছে এক তরুণ। এক গাড়ির চালক তাঁকে বারবার লিফটের প্রস্তাব দিচ্ছে। লিফটের প্রস্তাব পেয়েও বারবার ফিরিয়ে দিতে দেখা যাচ্ছে তাঁকে।
মা হাসপাতালে ভর্তি, চিকিৎসার খরচ জোগাতে চাই অর্থ। উত্তরাখণ্ড থেকে নয়ডায় এসে বাস প্রদীপ ও তাঁর দাদার। নয়ডার ম্যাকডোনাল্ডে কাজ করে প্রদীপ মেহরা। কাজ শেষ হলে রোজ ১০ কিলোমিটার দৌড়য় সে। মা-এর চিকিৎসার খরচ জোগাতে সেনাতে চাকরি চায় প্রদীপ আর সেনার চাকরির জন্য রোজ ১০ কিলোমিটার দৌঁড়য় সে। নয়ডার ম্যাকডোনাল্ড থেকে প্রদীপের বাড়ি ১০ কিলোমিটার। নয়ডার সেক্টর ১৬-তে দাদার সঙ্গে একটা ছোট্ট ঘরে বাস করে। ভোরে উঠেই রান্না-বান্না করে ৮টার মধ্যে ডিউটি ধরতে হয় তাঁকে। রাতে রেস্তোরাঁ থেকে ছুটি পাওয়ার পর বাড়ি ফিরে ফের রান্না। এর মাঝে সেনাবাহিনীর চাকরির প্রস্তুতি নিতে অসুবিধায় প্রদীপ। রেস্তোরাঁর কাজে ছুটি মিলতেই রাস্তা ধরে ছুটতে থাকে প্রদীপ। এমনই এক সময়ে প্রদীপের দৌঁড়ের ভিডিও ক্যামেরাবন্দি হয়। প্রখ্যাত সাংবাদিক ও পরিচালক বিনোদ ক্যাপ্রি প্রদীপের ভিডিও করেন। এখন এই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। প্রদীপের ইচ্ছা শক্তি দেখে দেশজুড়ে সাড়া পড়ে গিয়েছে।