সোমবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত হয়েছিল একটি অনুষ্ঠান। অনুষ্ঠানে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার দেন রাষ্ট্রপতি। পদ্ম পুরষ্কার প্রাপকদের মধ্যেই রয়েছেন স্বামী শিবানন্দ। ১২৫ বছর বয়সী এই বৃদ্ধ খালি পায়েই নিয়েছেন পদ্ম।
সোমবার রাষ্ট্রপতি ভবনে (President) আয়োজিত হয়েছিল একটি অনুষ্ঠান। অনুষ্ঠানে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার (Padmashree Award) দেন রাষ্ট্রপতি। পদ্ম পুরষ্কার প্রাপকদের মধ্যেই রয়েছেন স্বামী শিবানন্দ। ১২৫ বছর বয়সী এই বৃদ্ধ খালি পায়েই নিয়েছেন পদ্ম। স্বামী শিবানন্দ এদিন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতিকে সাষ্টাঙ্গে প্রণামও করেন। পুরষ্কার নিতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতিকে প্রণাম করেন। তাঁর এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। যোগের ক্ষেত্রে অসামান্য অবদানের এই সম্মান পেয়েছেন তিনি। পদ্ম পুরষ্কার নেওয়ার সময় তাঁর পরনে ছিল একটি সাধারণ ধুতি এবং সাদা কুর্তা। তবে তাঁর পায়ে কোনও জুতো দেখতে পাওয়া যায়নি তাঁর। তাঁকে দেখেই অবাক হয়ে যান সকলে। সেই অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ১২৫ বছর বয়সী স্বামী শিবানন্দ বর্তমানে কাশীর বাসিন্দা। এদিকে দেশের সেরা পুরষ্কার পাওয়ায় দুর্গাকুণ্ডে স্বামী শিবানন্দ আশ্রমে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে তাঁর ভক্তদের মধ্যে।