মাত্র ১৭ বছর বয়সেই পুলিশ কমিশনারের চেয়ারে বসলেন রম্মা। শুধু চেয়ারেই বসলেন না পুরো একটা দিন সামলালেন রাচাকোণ্ডার পুলিশ কমিশনার হিসাবে গুরু দায়িত্ব।
মাত্র ১৭ বছর বয়সেই পুলিশ কমিশনারের চেয়ারে বসলেন রম্মা। শুধু চেয়ারেই বসলেন না পুরো একটা দিন সামলালেন রাচাকোণ্ডার পুলিশ কমিশনার হিসাবে গুরু দায়িত্ব। ব্লাড ক্যান্সারে আক্রান্ত রম্মার স্বপ্ন পুলিশের বড় কর্তা হওয়া। আর সেই স্বপ্ন জানতে পেরে তা বাস্তব করে তুলল তেলেঙ্গানা পুলিশ। রম্মাকে একদিনের জন্য রাচাকোণ্ডার পুলিশ কমিশনার করা হয়। তাঁর চিকিৎসার জন্য সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছেন পুলিশ আধিকারিকরা। একদিনের পুলিশ কমিশনার হিসাবে দৃঢ়তার সঙ্গেই নিজের দায়িত্ব পালন করেন রম্মা।