আগামী দিনে পুলিশ বাহিনীর অংশ হবে এই কুকুর ছানারা। তারাই উধাও হয়ে গেল নয়ডার হাসপাতাল থেকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশ জুড়ে। ভাল ব্রিডের প্রায় ৩৪টি কুরুর ছানা চুরি যায় হাসপাতাল চত্বর থেকে। যাদের দাম প্রায় ১০ লক্ষ টাকা। ৪ ব্যক্তি ওই কুকুর ছানাগুলি নিয়ে যায় বলে অভিযোগ।
আগামী দিনে পুলিশ বাহিনীর অংশ হবে এই কুকুর ছানারা। তারাই উধাও হয়ে গেল নয়ডার হাসপাতাল থেকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশ জুড়ে। ভাল ব্রিডের প্রায় ৩৪টি কুরুর ছানা চুরি যায় হাসপাতাল চত্বর থেকে। যাদের দাম প্রায় ১০ লক্ষ টাকা। ৪ ব্যক্তি ওই কুকুর ছানাগুলি নিয়ে যায় বলে অভিযোগ।
কুকুর ছানাগুলির অনেকগুলির বয়স ৩-৪ দিন। হাসপাতালে স্পেশাল অবজারভেশনে রাখা হয়েছিল তাদের। ছিল কড়া পাহাড়াও। তারমধ্যে এই চুরির ঘটনায় স্বভাবতই প্রশাসনের মুখে নিরাপত্তা ব্যবস্থা। তবে ইতিমধ্যে সেগুলিকে খুঁজে বার করতে তৎপর হয়েছে প্রশাসন। তৈরি করা হয়েছে পুলিশের বিশেষ দল। তার ফব স্বরূপ ১০টি কুরুর ছানাকে উদ্ধারও করা হয়েছে। বাকি ২৪টিরও খুব শীঘ্রই সন্ধান মিলবে বলে আশা উত্তরপ্রদেশ পুলিশের।