ট্রাফিক পুলিশের কাজটা মোটেই সহজ নয়। তবে এই ক্লান্তিকর কাজটার মধ্যেই অনেকে আনন্দ খুঁজে নেন। যেমন চণ্ডীগড়ের ট্রাফিক পুলিশের এএসআই ভূপিন্দর সিং। ট্রাফিক পরিচালনার জন্য় তিনি তাঁর গানের দক্ষতাকে ব্যবহার করছেন।
ট্রাফিক পুলিশের কাজটা মোটেই সহজ নয়। তবে এই ক্লান্তিকর কাজটার মধ্যেই অনেকে আনন্দ খুঁজে নেন। যেমন চণ্ডীগড়ের ট্রাফিক পুলিশের এএসআই ভূপিন্দর সিং। ট্রাফিক পরিচালনার জন্য় তিনি তাঁর গানের দক্ষতাকে ব্যবহার করছেন। সম্প্রতি দালের মেহেন্দির বিখ্যাত গান 'বোলো তারা রা রা'-র অনুকরণে তাঁর ট্রাফিক সচেতনতামূলক 'নো পার্কিং' গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর আগেও তিনি মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, পথ সুরক্ষা-সহ বিভিন্ন বিষয় নিয়ে বেশ কয়েকটি গান লিখেছেন। কিন্তু তাঁর সাম্প্রতিক এই গানের প্রশংসা করেছেন স্বয়ং দালের মেহেন্দি।