কেরলের তিরুবনন্তপুরম রানওয়েতে দেবতাকে নিয়ে শোভাযাত্রা। শোভাযাত্রার কারণে বন্ধ থাকল বিমান চলাচল। বুধবার বেশ কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকল বিমান চলাচল। দীর্ঘদিন ধরেই সেখানে চলে আসছে এমন নিয়ম।
কেরলের তিরুবনন্তপুরম রানওয়েতে দেবতাকে নিয়ে শোভাযাত্রা। শোভাযাত্রার কারণে বন্ধ থাকল বিমান চলাচল। বুধবার বেশ কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকল বিমান চলাচল। দীর্ঘদিন ধরেই সেখানে চলে আসছে এমন নিয়ম। প্রতি বছর দুবার করে বন্ধ থাকে বিমান চলাচল। শ্রী পদ্মনাভস্বামী মন্দির থেকে একটি শোভাযাত্রা রানওয়ে দিয়ে যায়। বিমান বন্দর তৈরির আগে থেকে সেখানে এই নিয়ম চলে আসছে। এই পথ দিয়েই দীর্ঘদিন ধরে এই শোভা যাত্রা যায়। শোভাযাত্রার জন্যই এখানে বন্ধ থাকে বিমান চলাচলও। বিমানবন্দরের তৈরির আগে থেকেই ঐতিহ্যবাহী এই পথ দিয়েই যেত ‘আরাত্তু’ শোভাযাত্রা। মন্দিরের দেবতা একটি গরুর গাড়িতে করে যাত্রা করেন। তার সঙ্গে বিশাল শোভা যাত্রা। অনুষ্ঠানের সময় সেখানে থাকে শতাধিক লোক, হাতি, ঢোল এবং করতাল। স্নানের পরে, শোভাযাত্রাটি একই রানওয়ে দিয়ে মন্দিরে ফিরে আসে, এই সময় ঐতিহ্যবাহী মশাল সহ। ত্রাভাঙ্কোর রাজপরিবারের সদস্যরা প্রতি বছর এই শোভাযাত্রায় অংশ নেয়।