অসমে গোষ্ঠী সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য়, শূন্য়ে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিশ

swaralipi dasgupta | May 11 2019, 10:04 AM IST / Updated: May 11 2019, 10:04 AM IST
  • অসমের বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার হাইলাকান্দি  টাউনে  গোষ্ঠী সংঘর্ষেরর জেরে চাঞ্চল্য ছড়ায়
  • গোষ্ঠীসংঘর্ষের জেরে ক্ষতিগ্রস্থ হয় বেশকিছু  ব্যবসায়িক প্ৰতিষ্ঠান, গাড়ি, বাইক
  • দুই পক্ষের সংঘর্ষের জেরে  আহত হন তিন পুলিশ-সহ  মোট ১৫ জন। এরপরেই কারফিউ জারি হয় এলাকা জুড়ে

অসমের বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার হাইলাকান্দি  টাউনে  গোষ্ঠী সংঘর্ষেরর জেরে চাঞ্চল্য ছড়ায়।  গোষ্ঠীসংঘর্ষের জেরে ক্ষতিগ্রস্থ হয় বেশকিছু  ব্যবসায়িক প্ৰতিষ্ঠান, গাড়ি, বাইক। দুই পক্ষের সংঘর্ষের জেরে  আহত হন তিন পুলিশ-সহ  মোট ১৫ জন। এরপরেই কার্ফু জারি করা হয়। 

এক জাতীয় সংবাদমাধ্য়মের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার সকালে এক গোষ্ঠীর কিছু যুবক অন্য় গোষ্ঠীর লোকেদের লক্ষ্য় করে পাথর ছুঁড়তে থাকে। এর পরে তারা বেশ কিছু গাড়ি বাইক ভাঙচুর করে ও জ্বালিয়ে দেয়। 

সমস্য়ার সূত্রপাত হয় বুধবার। এদিন সন্ধে বেলা কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী কিছু মোটরবাইক জ্বালিয়ে দেয়। সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। এর পরেই শুক্রবার আবার দুই গোষ্ঠীর মধ্য়ে তুমুল সংঘর্ষ হয়। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে শূন্য়ে গুলি চালাতে হয়।  তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ জানিয়েছে, এখন ভয় পাওয়ার কোনও দরকার নেই। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে এই ধরনের সংঘর্ষ আবার শুরু হলে তা সামাল দেওয়ার জন্য় পুলিশ ও প্রশাসন প্রস্তুত রয়েছে।। 

03:57Assam : অসমে অ্যাকশন শুরু, জালে বড় পাণ্ডা! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ12:45কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী09:42'কুয়েত যেন মিনি হিন্দুস্তান' কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?05:30হিন্দু ধর্ম রক্ষার্থে বড় পদক্ষেপ যোগী আদিত্যনাথের, দেখুন কী বললেন তিনি04:55CM Yogi : 'সম্ভলের ঘটনায় একজনকেও ছাড়ব না' বিরোধীদের ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথ03:10Abhishek Banerjee: 'এক দেশ এক নির্বাচন কথাটাই হাস্যকর' লোকসভায় এ কী বললেন অভিষেক?06:10কেন সংবিধান সংশোধন করেছিলেন? নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী05:46'জওহরলাল নেহেরুর জন্যই এত গণ্ডগোল' ভরা লোকসভায় এ কী বললেন প্রধানমন্ত্রী?04:53Abhijit Ganguly : 'বাইসেপ দেখিয়ে ভয় দেখানো যাবে না' মোদীর সামনেই হুঙ্কার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের04:05পুষ্পা 2 দেখতে এসে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু, গ্রেফতার আল্লু অর্জুন