আমাদের জাতীয় পশু বাঘ। কিন্তু ক্রমেই বিলুপ্ত প্রায় প্রাণিতে পরিণত হচ্ছে বাঘ। কমছে বাঘের সংখ্যা। আর এই নিয়ে সচেতনতা বাড়াতে এবার এক অভিনব উদ্যোগ নিল কলকাতা শহরের তরুণ দম্পতি রথীন্দ্র ও গীতাঞ্জলি। মানুষকে বন্যপ্রাণ নিয়ে সচেতন করতে পথে নেমেছেন তাঁরা।
আমাদের জাতীয় পশু বাঘ। কিন্তু ক্রমেই বিলুপ্ত প্রায় প্রাণিতে পরিণত হচ্ছে বাঘ। কমছে বাঘের সংখ্যা। আর এই নিয়ে সচেতনতা বাড়াতে এবার এক অভিনব উদ্যোগ নিল কলকাতা শহরের তরুণ দম্পতি রথীন্দ্র ও গীতাঞ্জলি। মানুষকে বন্যপ্রাণ নিয়ে সচেতন করতে পথে নেমেছেন তাঁরা। নিজেদের ক্যাম্পেনের নাম দিয়েছেন 'জার্নি ফর টাইগার'। বাইকে করে দম্পতি দেশষের নানা প্রান্তে ঘুরে প্রচার চালাচ্ছেন। গত ১৫ ফেব্রুয়ারি থেকে এই অভিযান শুরু করেছেন রথীন্দ্র ও গীতাঞ্জলি। ইতিমধ্যে দেশের ২৮টি রাজ্য ও ৫টি কেন্দ্রশাসিত অঞ্চল সফর করেছেন তাঁরা। সারা দেশের ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রগুলিতেও যাচ্ছেন রথীন্দ্র ও গীতাঞ্জলি।