কালীপুজো, ভাইফোটা শেষ। চারপাশে বিষন্নতা। এই মাঝেই চলে এল ছট পুজো। ছুট পুজো মূলত করে থাকেন বিহারিরা। ছট মানে ছট মাইয়া। সূর্যের আরেক নাম। সূর্যকেই পুজো করা হয় এখানে। কার্ত্তিক মাসের অমাবস্যার পর ষষ্ঠীতে হয় পুজো। রামায়ণ ও মহাভারত দুই মহাকাব্যেই উল্লেখ রয়েছএ ছট পুজোর। ছট পুজো ঘিরে তাই এখন উন্মাদনা পাটনা শহর জুড়ে।
কালীপুজো, ভাইফোটা শেষ। চারপাশে বিষন্নতা। এই মাঝেই চলে এল ছট পুজো। ছুট পুজো মূলত করে থাকেন বিহারিরা। ছট মানে ছট মাইয়া। সূর্যের আরেক নাম। সূর্যকেই পুজো করা হয় এখানে। কার্ত্তিক মাসের অমাবস্যার পর ষষ্ঠীতে হয় পুজো। রামায়ণ ও মহাভারত দুই মহাকাব্যেই উল্লেখ রয়েছএ ছট পুজোর। ছট পুজো ঘিরে তাই এখন উন্মাদনা পাটনা শহর জুড়ে। তবে ছট পুজো এখন বিহারি সম্প্রদায়ের মধ্যেই কেবল সীমাবন্ধ নেই। সারা দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানু। আপন করে নিয়েছেন এই উৎসবকে।