দেশজুড়ে পালিত হচ্ছে গুরু নানকের ৫৫০তম জন্ম জয়ন্তী। ভারতের পাশাপাশি বিশ্বের নানা প্রান্তে থাকা শিখ সম্প্রদায়ের মানুষজন সমারোহে পালন করছেন নানক জয়ন্তী। সকাল থেকেই অমৃতসরের স্বর্ণমন্দিরে ভিড় জমিয়েছেন পূর্ণ্যার্থীরা। গুরুদ্বারের সামনে সরোবরে চলছে পুণ্য স্নান।
দেশজুড়ে পালিত হচ্ছে গুরু নানকের ৫৫০তম জন্ম জয়ন্তী। ভারতের পাশাপাশি বিশ্বের নানা প্রান্তে থাকা শিখ সম্প্রদায়ের মানুষজন সমারোহে পালন করছেন নানক জয়ন্তী। সকাল থেকেই অমৃতসরের স্বর্ণমন্দিরে ভিড় জমিয়েছেন পূর্ণ্যার্থীরা। গুরুদ্বারের সামনে সরোবরে চলছে পুণ্য স্নান।
শিখ ধর্ম একেশ্বর বাদী ধর্ম। এক ওমকারের উপাসনায় বা ওয়াহেগুরু-তেই বিশ্বাসী শিখ ধর্মাবলম্বীরা। কার্তিক পূর্ণিমার তিথিতে ১৪৬৯ সালে অবিভক্ত ভারতের পঞ্জাব প্রদেশের তালবন্দি গ্রামে ক্ষত্রিয় বংশে জন্ম হয় নানকের। ছোটবেলা থেকেই তিনি ধর্মের প্রতি আকৃষ্ট ছিলেন। গুরপ নানকের জন্মদিন গুরু নানক জয়ন্তী হিসেবে উদযাপন করা হয়ে থাকে।