পুলিশ ও সেনা বাহিনীতে ডগ স্কয়াডের এক আলাদা গুরুত্ব রয়েছে। যেকোন অভিযানেই সামিল করা হয় এই স্মার্ট সারমেয়র বাহিনীকে। বেঙ্গালুরু সংলগ্ন তারালু গ্রামে ডগ ট্রেনিং স্কুলে এখন চলছে বিভিন্ন প্রজাতির সারমেয়রদের প্রশিক্ষণ।
পুলিশ ও সেনা বাহিনীতে ডগ স্কয়াডের এক আলাদা গুরুত্ব রয়েছে। যেকোন অভিযানেই সামিল করা হয় এই স্মার্ট সারমেয়র বাহিনীকে। বেঙ্গালুরু সংলগ্ন তারালু গ্রামে ডগ ট্রেনিং স্কুলে এখন চলছে বিভিন্ন প্রজাতির সারমেয়রদের প্রশিক্ষণ। আর্মি ট্রেনিংয়ের মতই বিভিন্ন চ্যালেঞ্জিং ট্রেনিং দেওয়া হল এই সারমেয় দলকে। জার্মান শেপার্ডস, ল্যাব্রাডররা বরাবরই সারমেয় বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। খুব শীঘ্রই প্রশিক্ষণপ্রাপ্ত এই সারমেয়দের বাহিনীর ক্যানি স্কোয়াডের অন্তর্ভুক্ত করা হবে।