গোটা দেশের বিভিন্ন অংশে যখন মোদী সরকারের বিরুদ্ধে কৃষক অসন্তোষ দানা বাঁধছে তখন তামিলনাড়ুতে নরেন্দ্র মোদীর মন্দির নির্মাণ করলেন এক কৃষক। তিরুচিরাপল্লী থেকে ৬৩ কিলোমিটার দূরে ইয়ারকুডি গ্রামে মন্দিরটি নির্মাণ করেছেন পি শঙ্কর নামে বছর পঞ্চাশের এক কৃষক। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে সুবিধা পাওয়ার কারণেই শঙ্করের এই মোদী বন্দনা।
গোটা দেশের বিভিন্ন অংশে যখন মোদী সরকারের বিরুদ্ধে কৃষক অসন্তোষ দানা বাঁধছে তখন তামিলনাড়ুতে নরেন্দ্র মোদীর মন্দির নির্মাণ করলেন এক কৃষক। তিরুচিরাপল্লী থেকে ৬৩ কিলোমিটার দূরে ইয়ারকুডি গ্রামে মন্দিরটি নির্মাণ করেছেন পি শঙ্কর নামে বছর পঞ্চাশের এক কৃষক। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে সুবিধা পাওয়ার কারণেই শঙ্করের এই মোদী বন্দনা।
মন্দিরটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ১.২ লক্ষ টাকা। গোটা দিন মোদীর মূর্তির সামনে প্রদীপ জ্বালানো থাকে। প্রতিদিন মন্দিরে নিজেই আরতি করেন শঙ্কর। মোদীর কাজে তিনি অভিভূত বলে জানান ওই কৃষক।