এই বিশ্বে অনেক কিছুই ঘটে যা আমাদের কল্পনার অতীত। তেমনি এক ঘটনা দেখা গেল হরিদ্বারে। এই পুণ্যভূমি সাক্ষী থাকল এই অবিশ্বাস্য ঘটনার। বাঁদর মায়ের কোলে দেখা গেল সদ্যজাত একটি কুকুরছানাকে। তাকে পরম স্নেহে কোলে নিয়ে এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়াচ্ছে বাঁদর মা। ছোট্ট কুকুর ছানাটিকে খাওয়েও দিচ্ছে মা বাঁদর। দেবভূমিতে এই ঘটনা চাক্ষুস করে হতবাক সকলেই। তবে কুকুরছানাটির নিরাপত্তার কথা ভেবে বনদফতরকে খবর দেন স্থআনীয়রা। এরপর বনদফতরের আধিকারিকরা এসে উদ্ধার করে ছানাটিকে। কীভাবে ওই স্ত্রী বাঁদরের কাছে কুকুর ছানাটি এল তা এখনও জানা যায়নি। তবে কুকুর ছানাটির কোনও ক্ষতিই করেনি সে। গায়েত্রী বিহার কলোনির এই ঘটনা এখন হরিদ্বারের মানুষের মুখে মুখে ঘুরছে।
এই বিশ্বে অনেক কিছুই ঘটে যা আমাদের কল্পনার অতীত। তেমনি এক ঘটনা দেখা গেল হরিদ্বারে। এই পুণ্যভূমি সাক্ষী থাকল এই অবিশ্বাস্য ঘটনার। বাঁদর মায়ের কোলে দেখা গেল সদ্যজাত একটি কুকুরছানাকে। তাকে পরম স্নেহে কোলে নিয়ে এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়াচ্ছে বাঁদর মা। ছোট্ট কুকুর ছানাটিকে খাওয়েও দিচ্ছে মা বাঁদর। দেবভূমিতে এই ঘটনা চাক্ষুস করে হতবাক সকলেই। তবে কুকুরছানাটির নিরাপত্তার কথা ভেবে বনদফতরকে খবর দেন স্থআনীয়রা। এরপর বনদফতরের আধিকারিকরা এসে উদ্ধার করে ছানাটিকে। কীভাবে ওই স্ত্রী বাঁদরের কাছে কুকুর ছানাটি এল তা এখনও জানা যায়নি। তবে কুকুর ছানাটির কোনও ক্ষতিই করেনি সে। গায়েত্রী বিহার কলোনির এই ঘটনা এখন হরিদ্বারের মানুষের মুখে মুখে ঘুরছে।