মহিলারা এখন কোনও দিক থেকেই পিছিয়ে নেই। ঘর সংসারের পাশাপাশি ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এখন তাঁরা কাজও করছে। দেশের এমন অনেক মহিলারা রয়েছে যাঁরা দেশে মধ্যে সবথেকে বড়লোক।
মহিলারা এখন কোনও দিক থেকেই পিছিয়ে নেই। ঘর সংসারের পাশাপাশি ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এখন তাঁরা কাজও করছে। দেশের এমন অনেক মহিলারা রয়েছে যাঁরা দেশে মধ্যে সবথেকে বড়লোক। ফাল্গুনী নায়ার- নাইকা সংস্থার প্রতিষ্ঠাতা ফাল্গুনী নায়ার ভারতের প্রভাবশালী মহিলাদের মধ্যে একজন। বিশ্বের ১০ ধনী মহিলাদের তালিকায়ও রয়েছে তাঁর নাম। তাঁর সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন মার্কিন ডলার। কিরণ মজুমদার- বায়োকন লিমিটেড এবং বায়োকন বায়োলজিক্সের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার। তাঁর সম্পদের পরিমাণ ৩.৮ বিলিয়ন মার্কিন ডলার। রোশনি নাদার মালহোত্রা- প্রথম ভারতীয় মহিলা, যিনি আইটি কোম্পানির প্রধান। ৮.৯ বিলিয়ন মার্কিন ডলারের এইচসিএল টেকনোলজিসের প্রধান তিনি। লীনা গান্ধী তিওয়ারি- লীনা গান্ধী তিওয়ারি ইউএসভি প্রাইভেট লিমিটেডের চেয়ারপারসন। বর্তমানে তিনি ৪.২ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক তিনি। রেনু মুঞ্জাল- প্রয়াত রমন মুঞ্জালের স্ত্রী রেনু মুঞ্জাল রেনু মুঞ্জাল হিরো ফিনকর্পের ব্যবস্থাপনা পরিচালক৷ তাঁর সম্পদের পরিমাণ ৮,৬৯০ কোটি টাকা। নীলিমা মোটাপার্তি- মেজর ডিভি'স ল্যাবরেটরির ডিরেক্টর। রিপোর্ট অনুসারে, তিনি ১৮,৬২০ কোটি টাকার সম্পদের মালিক বলে জানা গিয়েছে।