ভারতের প্রভাবশালী ৫ মহিলা, যারা কোটিপতি

মহিলারা এখন কোনও দিক থেকেই পিছিয়ে নেই। ঘর সংসারের পাশাপাশি ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এখন তাঁরা কাজও করছে। দেশের এমন অনেক মহিলারা রয়েছে যাঁরা দেশে মধ্যে সবথেকে বড়লোক।
 

মহিলারা এখন কোনও দিক থেকেই পিছিয়ে নেই। ঘর সংসারের পাশাপাশি ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এখন তাঁরা কাজও করছে। দেশের এমন অনেক মহিলারা রয়েছে যাঁরা দেশে মধ্যে সবথেকে বড়লোক। ফাল্গুনী নায়ার- নাইকা সংস্থার প্রতিষ্ঠাতা ফাল্গুনী নায়ার ভারতের প্রভাবশালী মহিলাদের মধ্যে একজন। বিশ্বের ১০ ধনী মহিলাদের তালিকায়ও রয়েছে তাঁর নাম। তাঁর সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন মার্কিন ডলার। কিরণ মজুমদার- বায়োকন লিমিটেড এবং বায়োকন বায়োলজিক্সের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার। তাঁর সম্পদের পরিমাণ ৩.৮ বিলিয়ন মার্কিন ডলার। রোশনি নাদার মালহোত্রা- প্রথম ভারতীয় মহিলা, যিনি আইটি কোম্পানির প্রধান। ৮.৯ বিলিয়ন মার্কিন ডলারের এইচসিএল টেকনোলজিসের প্রধান তিনি। লীনা গান্ধী তিওয়ারি- লীনা গান্ধী তিওয়ারি ইউএসভি প্রাইভেট লিমিটেডের চেয়ারপারসন। বর্তমানে তিনি ৪.২ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক তিনি। রেনু মুঞ্জাল- প্রয়াত রমন মুঞ্জালের স্ত্রী রেনু মুঞ্জাল রেনু মুঞ্জাল হিরো ফিনকর্পের ব্যবস্থাপনা পরিচালক৷ তাঁর সম্পদের পরিমাণ ৮,৬৯০ কোটি টাকা। নীলিমা মোটাপার্তি- মেজর ডিভি'স ল্যাবরেটরির ডিরেক্টর। রিপোর্ট অনুসারে, তিনি ১৮,৬২০ কোটি টাকার সম্পদের মালিক বলে জানা গিয়েছে।

01:41প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ, সঙ্গে গোটা মন্ত্রিসভা05:02Mahakumbh Fire : দাউ দাউ করে জ্বলছে ক্যাম্প! কিভাবে লাগল আগুন! মহাকুম্ভে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একাংশ12:42Narendra Modi : গ্রামবাসীদের জন্য বিশেষ সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন কী বললেন তিনি12:41গ্রামবাসীদের জন্য বিশেষ সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন কী বললেন তিনি09:12PM Modi: দূষণ কমাতে বড় পদক্ষেপ প্রধানমন্ত্রী মোদীর, দেখুন কী বলছেন তিনি02:07থর থর কাঁপছে বাংলাদেশ, শক্তি বাড়িয়ে নিল ভারতীয় নৌবাহিনী, দেখুন ভিডিও08:54PM Modi : বাংলাদেশ তো মশা, টিকবে না পাকিস্তান! মোদীর এক চালে বিশাল ক্ষমতা বাড়ল নৌসেনার09:42মুম্বইতে ইসকন মন্দিরের উদ্বোধন করে বড় বার্তা মোদীর, দেখুন কী বললেন03:24PM Modi : 'প্রতিটা কাজের নির্দিষ্ট সময় থাকে, সঠিক সময়ে সঠিক কাজ করে দেবো' নাম না নিয়েই ঢাকাকে চরম বার্তা মোদীর04:44Mahakumbh 2025 : মকর সংক্রান্তিতে শুরু মহাকুম্ভ মেলা ২০২৫, ত্রিবেণী সঙ্গমে লক্ষ লক্ষ মানুষ