একেবারে ভয়ঙ্কর ঘটনা। রাজস্থানের সিরোহি শহরে হাঁটাচলা করছিলেন পথচারীরা। হঠাৎই ভেঙে পড়ল আস্ত ফুটপাতটি, আর তাতে চাপা পরলেন এক পথচারী।
একেবারে ভয়ঙ্কর ঘটনা। রাজস্থানের সিরোহি শহরে হাঁটাচলা করছিলেন পথচারীরা। হঠাৎই ভেঙে পড়ল আস্ত ফুটপাতটি, আর তাতে চাপা পরলেন এক পথচারী। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান সকলেই। সম্বিত ফিরতেই চাপা পড়া ব্যক্তিকে উদ্ধার করতে শুরু হয় তোরজোড়। যদিও এই ঘটনায় কারও প্রাণহানি ঘটেনি তবে আহত হয়েছেন দুজন। আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। একটি নর্দমার উপর ফুটপাতটি তৈরি করা হয়েছিল। ফুটপাথ ভেঙে পড়ার সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে।