ভারতে কমেছে দারিদ্র, দাবি করা হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে

ইউএনডিপি-অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভারতের এমপিআই অথবা গ্লোবাল মাল্টিডাইমেনসনাল প্রোভার্টি ইনডেক্স ২০১৮ রিপোর্টে - দারিদ্রকে স্বাস্থ্য, শিক্ষা ও জীবনযাত্রার একাধিক বঞ্চনার মধ্যে দিয়ে পরিমাপ করা হয়েছে, এই ১০টি বিষয় নিয়ে ২০১৫-১৬ সালে ভারতের ৬৪০টি জেলায় সমীক্ষা চালান হয়েছিল- সমীক্ষা বলছে দারিদ্র ক্রমেই হ্রাস পাচ্ছে, ২০০৫-০৬ সালের তুলনায় তা ২০১৫-১৬ সালে হ্রাস পেয়েছে ২০ কোটি ৭১ লক্ষ, যা চিনের পারফরম্যান্সকেও পেছনে ফেলে দিয়েছে। 

ইউএনডিপি-অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভারতের এমপিআই অথবা গ্লোবাল মাল্টিডাইমেনসনাল প্রোভার্টি ইনডেক্স ২০১৮ রিপোর্টে - দারিদ্রকে স্বাস্থ্য, শিক্ষা ও জীবনযাত্রার একাধিক বঞ্চনার মধ্যে দিয়ে পরিমাপ করা হয়েছে, এই ১০টি বিষয় নিয়ে ২০১৫-১৬ সালে ভারতের ৬৪০টি জেলায় সমীক্ষা চালান হয়েছিল- সমীক্ষা বলছে দারিদ্র ক্রমেই হ্রাস পাচ্ছে, ২০০৫-০৬ সালের তুলনায় তা ২০১৫-১৬ সালে হ্রাস পেয়েছে ২০ কোটি ৭১ লক্ষ, যা চিনের পারফরম্যান্সকেও পেছনে ফেলে দিয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে এখনও এমপিআই দারিদ্রের সংখ্যা ৩৬ কোটি ৪০ লক্ষ, যার মধ্যে ১৫ কোটি ৬ লক্ষ শিশু। আসলে, ভারতের দরিদ্র মানুষদের মধ্যে ৪ জনের মধ্যে একজনের বয়স এখনও দশ বছরের কম। তবে ভাল খবর হল ১০ বছরের কম শিশুদের মধ্যে বহুমাত্রিক দারিদ্র দ্রুত হ্রাস পাচ্ছে।  ২০০৫ সালে ভারতে দরিদ্র শিশুর সংখ্যা ছিল ২৯কোটি ২০ লক্ষ, সুতরাং সর্বশেষ পরিসংখ্যান বলছে ৪৭ শতাংশ হ্রাস পেয়েছে অথবা ১৩ কোটি ছয় লক্ষেরও বেশি শিশু বহুমাত্রিক দারিদ্যের মধ্যে বেড়ে উঠছে। 

নীতি আয়োগের ২০১৯ সালের এসডিজি ভারতের প্রতিবেদনটি দেখে মনে হচ্ছে, দারদ্রি, ক্ষুধা এবং আয়ের বৈষম্য সুদূর প্রসারতি হয়েছে, এবং এরজন্য জরুরি নজর দেওয়া দরকার। তাহলে, ভারতের কোন প্রতিবেদনে বিশ্বাস করা উচিত?

03:57Assam : অসমে অ্যাকশন শুরু, জালে বড় পাণ্ডা! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ12:45কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী09:42'কুয়েত যেন মিনি হিন্দুস্তান' কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?05:30হিন্দু ধর্ম রক্ষার্থে বড় পদক্ষেপ যোগী আদিত্যনাথের, দেখুন কী বললেন তিনি04:55CM Yogi : 'সম্ভলের ঘটনায় একজনকেও ছাড়ব না' বিরোধীদের ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথ03:10Abhishek Banerjee: 'এক দেশ এক নির্বাচন কথাটাই হাস্যকর' লোকসভায় এ কী বললেন অভিষেক?06:10কেন সংবিধান সংশোধন করেছিলেন? নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী05:46'জওহরলাল নেহেরুর জন্যই এত গণ্ডগোল' ভরা লোকসভায় এ কী বললেন প্রধানমন্ত্রী?04:53Abhijit Ganguly : 'বাইসেপ দেখিয়ে ভয় দেখানো যাবে না' মোদীর সামনেই হুঙ্কার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের04:05পুষ্পা 2 দেখতে এসে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু, গ্রেফতার আল্লু অর্জুন