যখনই দেশ বিপদের সম্মুখীন হয় ঝাপিয়ে পড়ে ভারতীয় সেনা। বন্যা থেকে জঙ্গি মোকাবিলা সব খানেই এগিয়ে আমাদের দেশের বীর জওয়ানরা। ফের সেই ত্রাতার ভূমিকায় দেখা গেল ভারতীয় সেনার জওয়ানদের।
যখনই দেশ বিপদের সম্মুখীন হয় ঝাপিয়ে পড়ে ভারতীয় সেনা। বন্যা থেকে জঙ্গি মোকাবিলা সব খানেই এগিয়ে আমাদের দেশের বীর জওয়ানরা। ফের সেই ত্রাতার ভূমিকায় দেখা গেল ভারতীয় সেনার জওয়ানদের।
কাশ্মীরের লাচ্চিপুরায় বরফ ধসে আটকে পড়েছিলেন স্থানীয় বাসিন্দা তারিক ইকবাল। কীভাবে প্রাণে বাঁচান যাবে বুঝতে পারছিলেন না পরিজনরা। কিন্তু খবর পেয়েই তারিককে উদ্ধারে হাজির হয় সেনাবাহিনীর জওয়ানরা। দীর্ঘ প্রচেষ্টার পর বরফে আটকে পড়া ইকবালকে উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন ইকবাল। ভারতীয় সেনার কাছে নতুন জীবন ফিরে পেয়ে কৃতজ্ঞ এই কাশ্মীরি যুবক।