দেওঘরের ত্রিকূট পাহাড়ে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনা। রবিবার বিকেলে সেখানে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন এই দুর্ঘটনায়। মোট ৪৮ জন সেখানে আটকে পড়ে বলে জানা গিয়েছে।
দেওঘরের ত্রিকূট পাহাড়ে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনা। রবিবার বিকেলে সেখানে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন এই দুর্ঘটনায়। মোট ৪৮ জন সেখানে আটকে পড়ে বলে জানা গিয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্য়েই শুরু করেছে উদ্ধারকাজ। ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দুজন মহিলার সেখানে মৃত্যু হয়েচে বলে জানা গিয়েছে। রাতভর ওপওয়ের মধ্যেই যাত্রীরা আটকে ছিলেন বলে জানা গিয়েছে। উদ্ধারকাজে নামানো হয়েছে বায়ুসেনার কপ্টারও। আপাতত সেখানে বন্ধ রাখা হয়েছে রোপওয়ে পরিষেবা। প্রসঙ্গত, পাহাড়ের ওপর দিয়ে রোপওয়ে করেই সেখানে যাতায়াত হয়। সেখানে এই রোপওয়ে পর্যটকদের একটা অন্যতম আকর্ষণ বলাই যায়। আর এই রোপওয়ে করে যাতায়াতের সময়েই ভয়াবহ দুর্ঘটনা। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। পশ্চিমবঙ্গেরও বেশ কিছু মানুষ সেখানে রয়েছেন বলে জানা গিয়েছে। তৎপরতার সঙ্গে সেখানে শুরু হয় উদ্ধারকার্য।