সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বিতর্কিত জমিতেই হবে রামমন্দির। তারপর থেকেই মন্দির তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে। আর এই মন্দির তৈরির জন্য নিজের ইঁট ভাটা থেকে ৫১ হাজার ইঁট দিতে চলেছেন এক ব্যক্তি। এর জন্য তৈরি করা হচ্ছে রামের নাম লেখা বিশেষ ইঁট। মন্দিরের জন্য খালি পায়ে, শুদ্ধ ভাবে বসে ইঁট তৈরি করছেন শ্রমিকরা। তাঁদের তৈরি ইঁট মন্দিরের কাজে লাগবে , তা নিয়ে আপ্লুত শ্রমিকরাও।
সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বিতর্কিত জমিতেই হবে রামমন্দির। তারপর থেকেই মন্দির তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে। আর এই মন্দির তৈরির জন্য নিজের ইঁট ভাটা থেকে ৫১ হাজার ইঁট দিতে চলেছেন এক ব্যক্তি। এর জন্য তৈরি করা হচ্ছে রামের নাম লেখা বিশেষ ইঁট। মন্দিরের জন্য খালি পায়ে, শুদ্ধ ভাবে বসে ইঁট তৈরি করছেন শ্রমিকরা। তাঁদের তৈরি ইঁট মন্দিরের কাজে লাগবে , তা নিয়ে আপ্লুত শ্রমিকরাও।