চলতি বছর জানুয়ারিতে শবরীমালায় গিয়ে আয়াপ্পা দর্শন করেছিলেন দুই মহিলা। তাঁদের মধ্যে অন্যতম বিন্দু আম্মিনি। সেই বিন্দুকেই এবার পড়তে হল হামলার মুখে। ঘটনাটি ঘটেছে এরনাকুলামে পুলিশ কমিশনারের দফতরের সামনে। অভিযোগ, গাড়ি থেকে নামতেই বিন্দু দিকে তেড়ে যায় গেরুয়া ধুতি পরা এক ব্যক্তি। অভিযুক্তের হাতে একটি ক্যান ছিল। তাতেই লঙ্কার গুঁড়ো ছিল বলে মনে করা হচ্ছে। বিন্দুর মুখে সেই বস্তু ছিটিয়ে চম্পট দেয় ওই ব্যক্তি। বাধা দেওয়ার চেষ্টা করলেও সফল হননি বিন্দু।
চলতি বছর জানুয়ারিতে শবরীমালায় গিয়ে আয়াপ্পা দর্শন করেছিলেন দুই মহিলা। তাঁদের মধ্যে অন্যতম বিন্দু আম্মিনি। সেই বিন্দুকেই এবার পড়তে হল হামলার মুখে। ঘটনাটি ঘটেছে এরনাকুলামে পুলিশ কমিশনারের দফতরের সামনে। অভিযোগ, গাড়ি থেকে নামতেই বিন্দু দিকে তেড়ে যায় গেরুয়া ধুতি পরা এক ব্যক্তি। অভিযুক্তের হাতে একটি ক্যান ছিল। তাতেই লঙ্কার গুঁড়ো ছিল বলে মনে করা হচ্ছে। বিন্দুর মুখে সেই বস্তু ছিটিয়ে চম্পট দেয় ওই ব্যক্তি। বাধা দেওয়ার চেষ্টা করলেও সফল হননি বিন্দু।
যদিও পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম শ্রীনাথ পদ্মনাভন। এদিকে বিন্দুকে এরনাকুলামের জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। শবরীমালা যাওয়ার জন্য মানবাধিকারকর্মী তৃপ্তী দেশআইয়ের নেতৃত্বে একটি দল কেরলে গিয়েছে। তাঁদের সঙ্গে দেখা করতেই গিয়েছিলেন বিন্দু। এই দলের সঙ্গে ফের শবরীমালা দর্শনে যাওয়ার কথা রয়েছে বিন্দুরও।