ভোররাতে কাঠের গোডাউনে লাগল বিধ্বংসী আগুন। ঘটনাস্থল উত্তরপ্রদেশের হাপুর। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা গোডাউন। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয় সংলগ্ন বাড়িগুলিতে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের একাধিক গাড়ি। কিন্তু আগুনের লেলিহান শিখ সবকিছুকেই গ্রাস করতে থাকে।
ভোররাতে কাঠের গোডাউনে লাগল বিধ্বংসী আগুন। ঘটনাস্থল উত্তরপ্রদেশের হাপুর। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা গোডাউন। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয় সংলগ্ন বাড়িগুলিতে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের একাধিক গাড়ি। কিন্তু আগুনের লেলিহান শিখ সবকিছুকেই গ্রাস করতে থাকে। এখনও আগুন সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। যদিও এই ভয়ানক অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। কী ভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখছে দমকল।