তিন দিনের গুজরাট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৮ এপ্রিল তিনি গুজরাটে গিয়েছেন এবং ২০ এপ্রিল পর্যন্ত সেখানেই থাকবেন। মঙ্গলবার ছিল তাঁর গুজরাট সফরের দ্বিতীয় দিন। সেখানে নতুন ডেয়ারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন তিনি। এছাড়াও আলু প্রক্রিয়াকরণ প্ল্যান্টের উদ্বোধনও করেছেন মোদী।
তিন দিনের গুজরাট সফরে আপাতত গুজরাটেই রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৮ এপ্রিল তিনি গুজরাটে গিয়েছেন এবং ২০ এপ্রিল পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। মঙ্গলবার ছিল তাঁর গুজরাট সফরের দ্বিতীয় দিন। প্রধানমন্ত্রী মোদী বানাসকান্থার দিওদরে একটি নতুন ডেয়ারি কমপ্লেক্স এবং আলু প্রক্রিয়াকরণ প্ল্যান্টের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার গুজরাটের বানাসকান্থা জেলার দিওদরে একটি নতুন ডেয়ারি কমপ্লেক্স, একটি আলু প্রক্রিয়াকরণ কারখানার উদ্বোধন করেছেন। ছশো কোটি টাকা ব্যয়ে প্ল্যান্টটি তৈরি করা হয়েছে। নতুন প্রকল্পটিতে দৈনিক ভিত্তিতে প্রায় ৩০ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ, ৮০ টন মাখন, ১ লক্ষ লিটার আইসক্রিম এবং ২০ টন কনডেন্সড মিল্ক এবং ছয় টন চকোলেট উত্পাদন হবে। আলু প্রক্রিয়াকরণ প্ল্যান্টটিতে ফ্রেঞ্চফ্রাই, আলুর চিপস, আলু টিক্কি, প্যাটি তৈরি হবে যা বিভিন্ন দেশে রফতানির হবে। স্থানীয় কৃষকদের ক্ষমতায়নে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে দাবি করা হচ্ছে। প্রধানমন্ত্রী এদিন বনস কমিউনিটি রেডিও স্টেশন উদ্বোধন করেন। এটি কৃষি ও পশুপালন সম্পর্কিত নানা তথ্য স্থানীয় কৃষকদের দেবে। ১.৭০০ গ্রামের পাঁচ লক্ষেরেও বেশি কৃষক উপকৃত হবে। বনস ডেয়ারি আগামী দিনে আরও এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদী। তিনি বলেন কৃষি ও পশুপালনে আগামী দিনে ছাপ ফেলবে এই প্রকল্প। প্রধানমন্ত্রীর জনসভায় এদিন মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কড়া রোদের মধ্যেও প্রচুর মহিলা হাজির হয়েছিলেন। জনসভা ছিল ভিড়ে ঠাসা।