আসছে ভারতীয় নৌসেনা দিবস। তারই প্রস্তুতিতে ব্যস্ত নৌবাহিনীর কমান্ডাররা। বিশাখাপত্তনেম আরকে সৈকতে এখন চলছে তারই মহড়া। পূর্ব নৌসেনা কম্যান্ড হল ভারতীয় নৌবাহিনীর তিনটি কম্যান্ডের অন্যতম। এর সদফ দফতর অবস্থিত বিশাখাপত্তনমে। নৌসেনা দিবসে ভারতীয় নৌবাহিনীর কর্মদক্ষতা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।
আসছে ভারতীয় নৌসেনা দিবস। তারই প্রস্তুতিতে ব্যস্ত নৌবাহিনীর কমান্ডাররা। বিশাখাপত্তনেম আরকে সৈকতে এখন চলছে তারই মহড়া। পূর্ব নৌসেনা কম্যান্ড হল ভারতীয় নৌবাহিনীর তিনটি কম্যান্ডের অন্যতম। এর সদফ দফতর অবস্থিত বিশাখাপত্তনমে। নৌসেনা দিবসে ভারতীয় নৌবাহিনীর কর্মদক্ষতা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। কী ধরণের চ্যালেঞ্জ নৌবাহিনীর আধিকারিকরা নিয়ে থাকেন তার একটা স্পষ্ট ধারণা দেশবাসীর সামনে তুলে ধরা হয়। তার আগে তাই শেষমুহুর্তের প্রস্তুতি সারতে চূড়ান্ত তৎপরতা নৌবাহিনীর অন্দরে। প্রতিবছর চৌঠা ডিসেম্বর ভারতে নৌসেনা দিবস হিসাবে পালিত হয়ে থাকে। এবছরই এই বিশেষ দিনে পূর্ব নৌসেনা কম্যান্ডের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি।