ভারত থেকে গ্রেফতার হল ৯ জন আল কায়দা জঙ্গি। যার মধ্যে ৬ জন গ্রেফতার হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে। এছাড়াও আরও ৩ জন গ্রেফতার হয়েছে কেরালার এর্নাকুলাম থেকে। কেন্দ্রীয় গোয়েন্দারা অনেক আগেই হুঁশিয়ার করেছিল। এবার সেই কথাই সত্যি হল। এনআইএ (ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সি) হাতে ধরা পড়ল এই ৯ জন জঙ্গি। রাজধানী দিল্লিতে নাশকতার ছক কষছিল তাঁরা। এনআইএ সূত্রের খবর, মুর্শিদাবাদের সন্দেহভাজন ৬ জঙ্গির কাছ থেকে বিপুল পরিমাণে বন্দুক, ধারালো অস্ত্র পাওয়া গিয়েছে। এছাড়াও বিস্ফোরক বানানোর পদ্ধতি নিয়ে লেখা একাধিক বই পাওয়া গিয়েছে সেখান থেকে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন গোয়েন্দা আধিকরিকরা।