বছরের প্রথম দিন শিশু জন্মের নিরিখে রেকর্ড গড়ল ভারত, টপকে গেল চিনকে

বছরের প্রথম দিন, পয়লা জানুয়ারি ভারতে প্রায় ৬৭,৩৮৫ শিশু জন্মগ্রহণ করেছে- যা গোটা বিশ্বে জন্মানো ৩,৯২,০৭৮ জন  শিশুর প্রায় ১৭ শতাংশ, এমনটাই জানাচ্ছে ইউনিসেফ। 

বছরের প্রথম দিন, পয়লা জানুয়ারি ভারতে প্রায় ৬৭,৩৮৫ শিশু জন্মগ্রহণ করেছে- যা গোটা বিশ্বে জন্মানো ৩,৯২,০৭৮ জন  শিশুর প্রায় ১৭ শতাংশ, এমনটাই জানাচ্ছে ইউনিসেফ। 

বিশ্বের  সদ্য জন্মানো শিশুগুলির মধ্যে  অর্দ্ধেক শিশুই  জন্মেছে ভারত এবং আরও সাতটি দেশে। অন্যান্য দেশগুলি হল : চিন (৪৬,২৯৯), নাইজেরিয়া (২৬,০৩৯), পাকিস্তান (৬,৭৮৭), ইন্দোনেশিয়া (১৩,০২০), মার্কিন যুক্তরাষ্ট্র (১০,৪৫২), কঙ্গো প্রজাতন্ত্র (১০,২৪৭) এবং ইথিওপিয়া (৮,৪৯৩)। 

বর্তমানে ১৩০ কোটি মানুষের বাস ভারতে,  বিশ্বের মধ্যে চিনের পর  ভারত দ্বিতীয় জনবহুল দেশ। গত বছরের জুনে প্রকাশিত রাষ্ট্রসংঘের বিশ্ব জনসংখ্যা বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এই দশকেই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসাবে চিনকে ছাড়িয়ে যাবে- ২০২৭ সালের মধ্যে।

ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, তরুণ বয়সের কাঠামোটি ভারতের জনসংখ্যা বৃদ্ধিতে অপেক্ষাকৃত ভাবে অবদান রেখেছে। চিনে যেখানে মধ্যবয়সীর মাপকাঠি ৩৮ বছর সেখানে তুলনামূলক ভাবে ভারতে সেটা ২৭ বছর। চিনে মোট জনসংখ্যার এক পঞ্চমাংশ যেখানে আঠেরো বছরের নিচে, সেখানে ভারতে নাবালকদের সংখ্যা মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ।

ভারতে শিশুমৃত্যুর হার ১০০০ মধ্যে ৩৮  যা চিনের থেকে এখনও অনেকটা পিছিয়ে, চিনে শিশুমৃত্যুর হার হাজারে ১১টি।  বাল্যবিবাহ ও গর্ভাবস্থা এখনও বাচ্চা হওয়ার সময় মায়েদের মৃত্যুর অন্যতম কারণ, এবং ভারতে মেয়েদের গড় আয়ু চিনের মহিলাদের তুলনায় অন্তত ৮ বছর কম। 

প্রতিবছর জানুয়ারিতে, নববর্ষের দিন জন্মানো শিশুদের জন্মদিন উদযাপন করে ইউনিসেফ। শিশু অধিকার সংক্রান্ত সম্মেলনের তিরিশ বছর পূর্তি হতে চলেছে ২০১৯ সালে, সেই কারণে ইউনিসেফ সারা বছর বিশ্বব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করছে। 

01:41প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |01:41প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ, সঙ্গে গোটা মন্ত্রিসভা05:02Mahakumbh Fire : দাউ দাউ করে জ্বলছে ক্যাম্প! কিভাবে লাগল আগুন! মহাকুম্ভে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একাংশ12:42Narendra Modi : গ্রামবাসীদের জন্য বিশেষ সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন কী বললেন তিনি12:41গ্রামবাসীদের জন্য বিশেষ সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন কী বললেন তিনি09:12PM Modi: দূষণ কমাতে বড় পদক্ষেপ প্রধানমন্ত্রী মোদীর, দেখুন কী বলছেন তিনি02:07থর থর কাঁপছে বাংলাদেশ, শক্তি বাড়িয়ে নিল ভারতীয় নৌবাহিনী, দেখুন ভিডিও08:54PM Modi : বাংলাদেশ তো মশা, টিকবে না পাকিস্তান! মোদীর এক চালে বিশাল ক্ষমতা বাড়ল নৌসেনার09:42মুম্বইতে ইসকন মন্দিরের উদ্বোধন করে বড় বার্তা মোদীর, দেখুন কী বললেন03:24PM Modi : 'প্রতিটা কাজের নির্দিষ্ট সময় থাকে, সঠিক সময়ে সঠিক কাজ করে দেবো' নাম না নিয়েই ঢাকাকে চরম বার্তা মোদীর