লাদাখ পেল নতুন সেনাদল। শনিবার লাদাখে স্কাউট রেজিমেন্টে ১৪০ সেনাকে নিয়োগ করা হল। এই সেনারা 'স্নো টাইগার' হিসেবে পরিচিত। পর্বতে বিশেষ করে বরফ ঢাকা পার্বত্য অঞ্চলে যুদ্ধে পারদর্শী।
চলতি বছর ৫ অগস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হয়। লাদাখকে জম্মু ও কাশ্মীর থেকে আলাদা করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে কেন্দ্র সরকার। লাদাখ পায় নতুন রাজ্যপাল রাধাকৃষ্ণ মাথুর। এবার লাদাখ পেল নতুন সেনাদল। শনিবার লাদাখে স্কাউট রেজিমেন্টে ১৪০ সেনাকে নিয়োগ করা হল। এই সেনারা 'স্নো টাইগার' হিসেবে পরিচিত। পর্বতে বিশেষ করে বরফ ঢাকা পার্বত্য অঞ্চলে যুদ্ধে পারদর্শী।