লোকালয়ে বেরিয়ে পড়েছে চিতাবাঘ। রাস্তায় ধারে তাকে দেখেই চক্ষু ছানাবড়া গ্রামবাসীদের। ঘটনাস্থল উত্তরপ্রদেশের বাহরাইচ জেলা। এখানকারই মোতিপুর গ্রামে প্রকাশ্যে দেখা গেছে চিতাবাঘটিকে
লোকালয়ে বেরিয়ে পড়েছে চিতাবাঘ। রাস্তায় ধারে তাকে দেখেই চক্ষু ছানাবড়া গ্রামবাসীদের। ঘটনাস্থল উত্তরপ্রদেশের বাহরাইচ জেলা। এখানকারই মোতিপুর গ্রামে প্রকাশ্যে দেখা গেছে চিতাবাঘটিকে। মুহুর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। উৎসাহী জনতা ভিড় জমাতে থাকে নিরাপদ দূরত্বে। খবর পেয়েই চিতাটিকে উদ্ধার করতে চলে আসেন বন দফতরের আধিকারিকরা।