দশকের শেষ সূর্যগ্রহণের সাক্ষী থাকল গোটা বিশ্ব। এই সূর্যগ্রহণ আংশিকভাবে প্রত্যক্ষ করল ভারতও। 'রিং অফ ফায়ার' দেখা গেল ভারতের কয়েকটি অঞ্চলে। ভারতে আংশিক সূর্যগ্রহণটি দেখা গেল কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র এবং দিল্লির বেশ কিছু অংশে।
দশকের শেষ সূর্যগ্রহণের সাক্ষী থাকল গোটা বিশ্ব। এই সূর্যগ্রহণ আংশিকভাবে প্রত্যক্ষ করল ভারতও। 'রিং অফ ফায়ার' দেখা গেল ভারতের কয়েকটি অঞ্চলে। ভারতে আংশিক সূর্যগ্রহণটি দেখা গেল কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র এবং দিল্লির বেশ কিছু অংশে। 'রিং অফ ফায়ার'-এর সাক্ষী হতে সকাল থেকেই কচিকাচাদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। ভূবনেশ্বর, কোচি, আহমেদাবাদ, চেন্নাই, মুম্বই সব খানেই চিত্রটা ছিল একই রকম। এদিন ভারতীয় সময় সকাল ৭টা বেজে ৫৯ মিনিটে শুরু হয় গ্রহণ। গ্রহণ চলে প্রায় ৩ ঘণ্টা। তবে মেঘের কারণে অনেক জায়গাতেই সূর্যগ্রহণ দেখা যায়নি।
ভারত ছাড়া এই মহাজাগতিক দৃশ্য দেখা গেল পূর্ব ইউরোপ, উত্তর-পশ্চিম অস্ট্রেলিয়া ও পূর্ব আফ্রিকায়। দেশ থেকে পরবর্তী সূর্য গ্রহণ দেখা যাবে আগামী বছর ২১ জুন।