উত্তরপ্রদেশ নির্বাচনের মাঝেই ফের উত্তরপ্রদেশে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বারাণসীতে যাওয়াই প্রধান লক্ষ্য ছিল মমতার। সেই মতোই পুরভোটের ফল ঘোষণার পরেই বারাণসীর উদ্দেশে রওনা দেন মুখ্যোমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তরপ্রদেশ নির্বাচনের (UP Elections 2022) মাঝেই ফের উত্তরপ্রদেশে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে সমাজবাদী পার্টির হয়ে প্রচার করতে তিনি গিয়েছেন বলেই জানা গিয়েছে। এবার বারাণসীতে (Varanasi) যাওয়াই প্রধান লক্ষ্য ছিল মমতার। সেই মতোই পুরভোটের ফল ঘোষণার পরেই বারাণসীর উদ্দেশে রওনা দেন মুখ্যোমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারাণসী পৌঁছন মাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সেখানে জয় শ্রীরাম এবং মোদী স্লোগান ওঠে। রাস্তার চারপাশে সেখানে দেখা যায় জন জোয়ার আর সেখান থেকেই একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের পাশে জয় শ্রীরাম স্লোগান তুলে ছুটতে থাকেন। ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। তবে এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়র কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সময় গাড়ি থেকে নেমে কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি, বরং তাঁর গাড়ি সেখান থেকে পাশ কাটিয়েই বেরিয়ে যায়। পরে তাঁকে কাশীর গঙ্গার ধারে বসে থাকতেও দেখা যায়।