১৬ এপ্রিল দেশের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তীতে ১০৮ ফুটের হনুমান মূর্তি উদ্বোধন করলেন মোদী। গুজরাটে উদ্বোধন হয়েছে এই হনুমান জি-র মূর্তি। ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মূর্তির উদ্বোধন করেন মোদী।
১৬ এপ্রিল দেশের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। প্রতি বছরই এই দিনটি দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ ভাবো উদযাপন হয়। হনুমান জয়ন্তীতে ১০৮ ফুটের হনুমান মূর্তি উদ্বোধন করলেন মোদী। গুজরাটের মরবিতে উদ্বোধন হয়েছে এই হনুমান জি-র মূর্তি। হনুমানজির মূর্তির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মূর্তির উদ্বোধন করেন মোদী। হনুমানজি চার ধাম প্রকল্পের অন্তর্গত এই হনুমান মূর্তি। এটি এই প্রকল্পের অন্তর্গত দ্বিতীয় মূর্তি। এই প্রকল্পের অন্তর্গত প্রথম মূর্তিটি হিমাচল প্রদেশে ২০১০ সালে উদ্বোধন হয়। প্রধানমন্ত্রী টুইটারে একটি বার্তাও পোস্ট করেছেন, 'আজ, আমরা হনুমান জয়ন্তীর বিশেষ উপলক্ষ্য উদযাপন করছি। মরবিতে, সকাল ১১ টায়, হনুমান জির একটি ১০৮ ফুটের মূর্তি উদ্বোধন করা হবে। আমি সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রোগ্রামের একটি অংশ হতে হবে।'