ডিজিটাল উত্তরপ্রদ্রেশে এক বিশেষ পদক্ষেপ রাজীব চন্দ্রশেখরের। নন্দিনী কুশওয়াহা জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করলেন তিনি। এই নন্দিনী কুশওয়াহা নবম শ্রেণীর ছাত্রী। নন্দিনী একজন কৃষকের কন্যা। তার কর্মকাণ্ড ইতিমধ্যেই চমকে দিয়েছে সকলকে।
ডিজিটাল উত্তরপ্রদ্রেশে এক বিশেষ পদক্ষেপ রাজীব চন্দ্রশেখরের। নন্দিনী কুশওয়াহার জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করলেন তিনি। এই নন্দিনী কুশওয়াহা নবম শ্রেণীর ছাত্রী। নন্দিনী একজন কৃষকের কন্যা। তার কর্মকাণ্ড ইতিমধ্যেই চমকে দিয়েছে সকলকে। মাটিকে আরও ভালোভাবে চিনতে অ্যাপ তৈরি করেছে নন্দিনী। তার এই অ্যাপ চমকে দিয়েছে সকলকে। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। এই কাজের জন্য বিশেষ পুরষ্কারও পেয়েছে সে। তার এই প্রকল্পের মিট্টি কো জানে,ফসল পেহচানো। তাঁর এই প্রকল্পকে সম্মান দিতে কেন্দ্র পাশে দাঁড়িয়েছে নন্দিনীর। এর আগেও শিল্পোদ্যোগীদের পাশে দাঁড়িয়েছেন রাজীব চন্দ্রশেখর। এবার নন্দীনিরই পড়াশোনার জন্য বৃত্তির ব্যবস্থা করেছেন রাজীব চন্দ্রশেখর। নন্দিনী এখন নবম শ্রেণীতে পড়ে এখন থেকে সে যা পড়াশোনা করবে তার জন্য বিশেষ বৃত্তি পাবে সে। তার এই প্রতিভাকে সম্মান জানিয়েছে ইন্টেল ইন্ডিয়া।