শীত এখনও পড়েনি এরাজ্যে । তবে সকাল, বিকেলে হিমেল হাওয়া জানান দিচ্ছে সে আসছে। এর মধ্যেই সাদা বরফে ছেয়ে গিয়েছে হিমাচলপ্রদেশের বিখ্যাত পর্যটন কেন্দ্র রোটাং পাস। পাহাড়া থেকে রাস্তা সবার উপর বিছিয়ে রয়েছে স্বেত শুভ্র বরফের কণা। তুষার পাতের ফলে মানালি- রোটাং হাইওয়ের যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। খুব সন্তর্পণে চলছে পর্যটকদের গাড়িগুলি। তবে বরফের এই সীমাহীন সমারোহে ব্যাপক খুশি পর্যটকদের দল। মনের আনন্দে এনজয় করছেন তারা, চলছে বরফ নিয়ে খেলা আর দেদার ছবি তোলা।
শীত এখনও পড়েনি এরাজ্যে । তবে সকাল, বিকেলে হিমেল হাওয়া জানান দিচ্ছে সে আসছে। এর মধ্যেই সাদা বরফে ছেয়ে গিয়েছে হিমাচলপ্রদেশের বিখ্যাত পর্যটন কেন্দ্র রোটাং পাস। পাহাড়া থেকে রাস্তা সবার উপর বিছিয়ে রয়েছে স্বেত শুভ্র বরফের কণা। তুষার পাতের ফলে মানালি- রোটাং হাইওয়ের যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। খুব সন্তর্পণে চলছে পর্যটকদের গাড়িগুলি। তবে বরফের এই সীমাহীন সমারোহে ব্যাপক খুশি পর্যটকদের দল। মনের আনন্দে এনজয় করছেন তারা, চলছে বরফ নিয়ে খেলা আর দেদার ছবি তোলা।