ভয়াবহ পরিস্থিতি ইউক্রেনে। ক্রমশ আরও ভয়াবহ পরিস্থিতি হচ্ছে সেখানে। খাড়কিভে মৃত্যু প্রথম ভারতীয় পড়ুয়ার। নিহত কর্ণাটকের শেখারাপ্পা জ্ঞানগউধর নবীন। ইতিমধ্যেই তাঁর বন্ধুরা তাঁকে সনাক্ত করেছেন।
ভয়াবহ পরিস্থিতি ইউক্রেনে। ক্রমশ আরও ভয়াবহ পরিস্থিতি হচ্ছে সেখানে। খাড়কিভে মৃত্যু প্রথম ভারতীয় পড়ুয়ার। নিহত কর্ণাটকের শেখারাপ্পা জ্ঞানগউধর নবীন। ইতিমধ্যেই তাঁর বন্ধুরা তাঁকে সনাক্ত করেছেন। নবীনের সঙ্গে তাঁর পরিবারের শেষ কথোপকথনের ভিডিও প্রকাশ্যে। যুদ্ধ শুরু হওয়ার পরেই তার পরিবারের সঙ্গে তাঁর কথপকথন হয়। ভিডিওয় দেখা গিয়েছে নবীনের পরিবারের সদস্যরা কীভাবে তাঁকে সাহস যোগাচ্ছেন। ভিডিওয় এমনই ছবি ধরা পড়েছে। ভারতের পতাকা দেখাতে বলা হয়েছে তাঁকে। প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই একের পর এক ভয়ঙ্কর ছবি সামনে উঠে আসছে। সেখানেই বহু ভারতীয় পড়ুয়ারা ডাক্তারি পড়ে। তারাও সেখানে আটকে পড়ে রয়েছে। দেশে ফিরতে চেয়েও ফিরতে পাচ্ছে না। সেই ছবিও উঠে এসেছে। ইতিমধ্যেই বহু ভারতীয় পড়ুয়াকে দেশে ফেরানো হয়েছে। তবে এখনও সেখানে আটকে রয়েছে বহু ভারতীয় পড়ুয়ারা। দেশে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তাঁরা। আর সেখানেই এক ভারতীয় পড়ুয়ার মুত্যুর খবরে কেঁপে ওঠে দেশ। পরিবারের সঙ্গে তাঁরই শেষ কথপকথনের ছবি এবার সামনে এল।