স্মৃতি ইরানির হাতে উদ্বোধন হল শিয়ালদহ মেট্রো-র , ১১ জুলাই থেকে যাত্রা শুরু করল শিয়ালদহ মেট্রো
স্মৃতি ইরানির হাতে উদ্বোধন হল শিয়ালদহ মেট্রো-র , ১১ জুলাই থেকে যাত্রা শুরু করল শিয়ালদহ মেট্রো শিয়ালদহ থেকে মেট্রো করে এখন সেক্টর ৫ যাওয়া যাবে | এতদিন সেক্টর ৫ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলছিল | এবার এই রুটে শিয়ালদহ সংযুক্ত করা হল | হাওড়া ময়দান পর্যন্ত এই মেট্রো রুট যাবে | রেলের সূত্রে দাবি, খুব শিগগিরি হাওড়া ময়দান পর্যন্তও মেট্রো ছুটবে