কোস্টারিকায় এমার্জেন্সি ল্যান্ডিং-এ ভাঙল বিমান। দুইটুকরো হয়ে গেল একটি কার্গো বিমান। সান জোস বিমানবন্দরের ভয়াবহ সেই ছবি ক্যামেরাবন্দি।
কোস্টারিকায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। কোস্টারিকায় এমার্জেন্সি ল্যান্ডিং-এ ভাঙল বিমান। সেখানে দুই টুকরো হয়ে গেল একটি কার্গো বিমান। সান জোস বিমানবন্দরের ভয়াবহ বিমান দুর্ঘটনার সেই ছবি ক্যামেরাবন্দি। বৃহস্পতিবার ঘটে এই দুর্ঘটনা, বিমানটি টারম্যাক ছাড়িয়ে চলে যায়। বিমানটি বিশ্বের বৃহৎ লজিস্টিক কুরিয়ার সংস্থা ডিএইচএল-এর। এমার্জেন্সি ল্যান্ডিং-এ রানওয়ে ছুতেই বিমানের পিছনের চাকা দিয়ে ধোঁয়া বেড়তে শুরু করে। বিমানের পিছনের চাকা ভেঙে গিয়েছিল এবং সমানে ধোঁয়া বের হচ্ছিল। এরপরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের ছাড়িয়ে বেরিয়ে যায়। সামনে নিচু জমি থেকে বিমানকে ঘোরানোর চেষ্টা করেন পাইলট। কিন্তু বিমানের পিছনের অংশ নিচু জমির মধ্যে চলে যায়। এরপরই বিমানটি দুই টুকরো হয়ে যায়, ধোঁয়া বের হতে থাকে। দুর্ঘটনার আঁচ পেয়ে আগে থেকেই দমকল বাহিনী সেখানে মোতায়েন ছিল। তারা বিমানটির আগুনকে নিয়ন্ত্রণে আনে, কোনও প্রাণহানি হয়নি বলেই জানা গিয়েছে।