সাভারকারের উপরে এই লেখা নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই চাঞ্চল্যকর দাবি করলেন অখিল ভারতী হিন্দু মহাসভার বর্তমান প্রধান স্বামী চক্রপানি। দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিজে সমকামী। এমনকি শোনা যায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গেও শারীরিক সম্পর্ক রয়েছে রাহুলের।
মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গজসে সমকামী ছিলেন। তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল হিন্দু মহাসভার প্রাক্তন নেতা ভিডি সাভারকারের। মধ্যপ্রদেশের ভোপালে একটি প্রশিক্ষণ শিবিরে কংগ্রেসের সেবাদলের তরফে বিতরণ করা পুস্তিকায় এমন চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। যাকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক।
সাভারকারের উপরে এই লেখা নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই চাঞ্চল্যকর দাবি করলেন অখিল ভারতী হিন্দু মহাসভার বর্তমান প্রধান স্বামী চক্রপানি। দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিজে সমকামী। এমনকি শোনা যায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গেও শারীরিক সম্পর্ক রয়েছে রাহুলের।
স্বামী চক্রপানি বলেন, " শোনা যায় রাহুগান্ধী সমকামী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। সনিয়া গান্ধীর বিষয়টি যাচাই করে দেখা উচিত।"