পুলিশের হাত বাঁধবেন না। তাদের ভূমিকা নিয়ে প্রশ্নে তুলবেন না। হায়দরাবাদে পশুচিকিৎসককে গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের এনকাউন্টারের পর প্রতিক্রিয়া দিলেন নির্ভায়র মা আশাদেবী। তিনি বলেন, হায়দরাবাদে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ১০ দিনের মধ্যে হায়দরাবাদকাণ্ডের অভিযুক্তরা শাস্তি পেল। অন্তত এক কন্যা সুবিচার পেয়েছ দেখে আমার ক্ষতে মলম পড়ল। হায়দরাবাদের নির্যাতিতার পরিবার এবার শান্তি পাবে। আমি চাই নির্ভয়ার অপরাধীদেরও দ্রুত শাস্তি হোক।
পুলিশের হাত বাঁধবেন না। তাদের ভূমিকা নিয়ে প্রশ্নে তুলবেন না। হায়দরাবাদে পশুচিকিৎসককে গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের এনকাউন্টারের পর প্রতিক্রিয়া দিলেন নির্ভায়র মা আশাদেবী। তিনি বলেন, হায়দরাবাদে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ১০ দিনের মধ্যে হায়দরাবাদকাণ্ডের অভিযুক্তরা শাস্তি পেল। অন্তত এক কন্যা সুবিচার পেয়েছ দেখে আমার ক্ষতে মলম পড়ল। হায়দরাবাদের নির্যাতিতার পরিবার এবার শান্তি পাবে। আমি চাই নির্ভয়ার অপরাধীদেরও দ্রুত শাস্তি হোক।