কেক ছাড়া ক্রিসমাস ভাবাই যায়না। আর সেই ক্রিসমাস কেকেই এখন থিমের দাপট। তামিলনাড়ুর কোয়েম্বাটোরের একটি কেক শপে পাওয়া যাচ্ছে নানা থিমের এই ক্রিসমাস কেক।
কেক ছাড়া ক্রিসমাস ভাবাই যায়না। আর সেই ক্রিসমাস কেকেই এখন থিমের দাপট। তামিলনাড়ুর কোয়েম্বাটোরের একটি কেক শপে পাওয়া যাচ্ছে নানা থিমের এই ক্রিসমাস কেক। পৃথিবী থেকে বার্বি ডল, ফুটবল থেকে হাল আমলের গাড়ি সবকিছুই নজর কাড়ছে। নিজের পছন্দ অনুযায়ী এখানে তৈরি করিয়ে নেওয়া যায় ক্রিসমাস কেক। আর এই থিমের কেক কিনতে উপচে পড়ছে ভিড়। এবারের ক্রিসমাসে তাই একেবারে হিট থিম কেক। আপনিও চেখে দেখতে পারেন আপনার পছন্দের কেকটি।