দীপাবলির সময় থেকেই বায়ুদূষণে জেরবার রাজধানী দিল্লির বাসিন্দারা। দূষণ থেকে বাঁচতে অধিকাংশ মানুষই ব্যববহার করছেন মাস্ক। আর এর মাঝেই দিল্লির সাকেতে খুলল অক্সিজেন বার। এখানে বিশুদ্ধ অক্সিজেন মিলবে বলেই বিজ্ঞাপণ দেওয়া হয়েছে। বারটির নাম দেওয়া হয়েছে অক্সি পিওর। এই অক্সিজেন বারে এখৎন লেগে রয়েছে মানুষের ভিড়। চলতি বছর মে মাসে বারটির উদ্ধোধন হয় রাজধানীতে। ক্রমেই এই বারের জনপ্রিয়তা বাড়ছে দিল্লিবাসীর কাছে। প্রতিটি গ্রাহককে একেক বারে ১৫ মিনিটের জন্য বিশুদ্ধ অক্সিজেন দেওয়া হচ্ছে। সাতটি সুগন্ধে পাওয়া যাচ্ছে এই অক্সিজেন। অক্সি পিওরে ১৫ মিনিট বিশুদ্ধ অক্সিজেন নিতে খরচ পড়ছে ২৯৯ টাকা। খুব দ্রুক দিল্লি বিমানবন্দরেও আরও একটি বার খুলতে চলেছে।
দীপাবলির সময় থেকেই বায়ুদূষণে জেরবার রাজধানী দিল্লির বাসিন্দারা। দূষণ থেকে বাঁচতে অধিকাংশ মানুষই ব্যববহার করছেন মাস্ক। আর এর মাঝেই দিল্লির সাকেতে খুলল অক্সিজেন বার। এখানে বিশুদ্ধ অক্সিজেন মিলবে বলেই বিজ্ঞাপণ দেওয়া হয়েছে। বারটির নাম দেওয়া হয়েছে অক্সি পিওর। এই অক্সিজেন বারে এখৎন লেগে রয়েছে মানুষের ভিড়। চলতি বছর মে মাসে বারটির উদ্ধোধন হয় রাজধানীতে। ক্রমেই এই বারের জনপ্রিয়তা বাড়ছে দিল্লিবাসীর কাছে। প্রতিটি গ্রাহককে একেক বারে ১৫ মিনিটের জন্য বিশুদ্ধ অক্সিজেন দেওয়া হচ্ছে। সাতটি সুগন্ধে পাওয়া যাচ্ছে এই অক্সিজেন। অক্সি পিওরে ১৫ মিনিট বিশুদ্ধ অক্সিজেন নিতে খরচ পড়ছে ২৯৯ টাকা। খুব দ্রুক দিল্লি বিমানবন্দরেও আরও একটি বার খুলতে চলেছে।