তেইশে রয়েছে ত্রিপুরায় ভোট, বাইশ থেকেই শুরু হল প্রস্তুতি। আগরতলায় তিপ্রা মথা-র মহা সমাবেশ। শনিবার এই সমাবেশে মানুষের ঢল ছিল দেখবার মতো। প্রদ্যোত কিশোর বর্মনের ডাকেই এই সমাবেশ। এই সমাবেশ থেকেই গ্রেটার তিপ্রা ল্যান্ডের ডাক দিলেন তিনি।
তেইশে রয়েছে ত্রিপুরায় ভোট, বাইশ থেকেই শুরু হল প্রস্তুতি। আগরতলায় তিপ্রা মথা-র মহা সমাবেশ। শনিবার এই সমাবেশে মানুষের ঢল ছিল দেখবার মতো। প্রদ্যোত কিশোর বর্মনের ডাকেই এই সমাবেশ। এই সমাবেশ থেকেই গ্রেটার তিপ্রা ল্যান্ডের ডাক দিলেন তিনি। জোটের জন্য বিধানসভাতে তাঁদের ২০টি আসন দিতে হবে। ২০টি আসন না দিলে একাই ৩৫টি আসনে লড়বে তাঁরা। এদিনের সমাবেশ এমনটাই সাফ জানালেন প্রদ্যোত। প্রসঙ্গত, ক্ষমতায় বসার পর এই প্রথম আঞ্চলিক দল আগরতলায় বড় জনসভা করল। তথ্য বিজ্ঞ মহলের অভিমত রাজধানী শহরের বুকে উপজাতিদের এটি সর্ববৃহৎ জমায়েত অনুষ্ঠিত ছিল এদিন। তাদের একটি দাবি উপজাতিদের জন্য গ্রেটার তিপ্রা ল্যান্ড। বিগত চার বছরের মধ্যে এত বড় জমায়েত কোন আঞ্চলিক দল করতে পারেনি বলেই জানা গিয়েছে। কিছু কিছু রাজনৈতিক দল বলেছিলেন গ্রেটার তিপ্রা ল্যান্ডে-এর দাবি অবাস্তব, তাদেরকে এক হাত নিলেন দলের চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। প্রদ্যুৎ কিশোর বলেছেন তাদের সঙ্গে জোট করতে হলে তাদের বিধানসভাতে কুড়িটি আসন দিতে হবে, না দিলে একাই ৩৫ টি আসনে লড়বে তিপ্রা মথা।