করোনা পরীক্ষা ঠিক কি ভাবে হয় তা এখনও অনেকেরই অজানা। এখন সাধারণত তিন ভাবে করোনা পরীক্ষা করা যায়। আরটি-পিসিআর টেস্ট, Rapid অ্যান্টিবডি টেস্ট, Rapid অ্যান্টিজেন টেস্ট। এই তিন রকম পদ্ধতি ছাড়াও আরও একটি পদ্ধতিতে করোনা পরীক্ষা করা যায় আর সেটা হল ট্রুনাট টেস্ট। এই চার রকমের টেস্টের মধ্যে সাধারণত তিন রকম পদ্ধতিতে করোনা টেস্ট সব থেকে বেশি করা হয়ে থাকে। যার মধ্যে Rapid অ্যান্টিজেন টেস্ট সব থেকে কম খরচে হয়। এই টেস্ট করতে সময়ও অনেকটাই কম লাগে। তবে বেশিরভাগ হাসপাতালেই এখন আরটি-পিসিআর টেস্ট হয়।
আরটি-পিসিআর টেস্টই এখন সব থেকে বেশি কার্যকর। তবে ট্রুনাট টেস্ট করতেও খুব বেশি খরচ হয়না। ট্রুনাট টেস্ট করতে খরচ পরে ১৩০০ টাকা। সাধারণত যক্ষ্মা এবং এইচআইভি সনাক্তকরণের জন্য ব্যবহৃত এই পদ্ধতি এখন করোনা টেস্টের জন্যও ব্যবহার করা হচ্ছে। ট্রুনাট টেস্টের দ্বারা খুব সহজে এবং দ্রুত ফলাফল জানা যায়। ট্রুনাট টেস্টের মেশিনে একটা চিপ লাগানো থাকে। এছাড়াও মেশিনটি ছোট হওয়ায় খুব সহজেই ব্যবহার করা যায়। ট্রুনাট মেশিনটি ব্যাটারিতে চলে। এই টেস্টের জন্য অনুনাসিক ও মুখের ভেতরের নমুনা সংগ্রহ করা হয়। ঘন্টা খানেকের মধ্যেই টেস্টটির ফলাফল জানা যায়। এছাড়া Rapid অ্যান্টিজেন টেস্ট কিটের দাম পরে মাত্র ৪৫০ টাকা, যা অন্য সব টেস্টের থেকে অনেকটাই কম।