উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের চতুর্থ দফা অনুষ্ঠিত হচ্ছে বুধবার। ৫৯ টি বিধানসভা কেন্দ্রে এই দফায় ভোট রয়েছে। এদিন সকাল থেকেই শুরু হয় ভোট। চতুর্থ দফার ভোটে মূল ফোকাস লখিমপুর খেরির ওপরে। বিশাল নিরাপত্তা বাহিনী সঙ্গে নিয়ে ভোট দিলেন অজয় মিশ্র টেনি।
উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের চতুর্থ দফা অনুষ্ঠিত হচ্ছে বুধবার। ৫৯ টি বিধানসভা কেন্দ্রে এই দফায় ভোট রয়েছে। এদিন সকাল থেকেই শুরু হয় ভোট। চতুর্থ দফার ভোটে মূল ফোকাস লখিমপুর খেরির ওপরে। বিশাল সেনা বাহিনী নিয়ে ভোট দিলেন অজয় মিশ্র টেনি। লখিমপুরে ভোট দেন অজয় মিশ্র টেনি। ভোট দিয়ে বেরিয়ে ভিক্ট্রি সাইনও দেখান তিনি। প্রসঙ্গত, কৃষক আন্দোলনের পর থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও তাঁর ছেলে আশিস মিশ্র-র নাম উঠে এসেছে বারংবার। লাখিমপুর খেরিতেই বিলাসবহুল গাড়ির চাকায় আন্দোলনকারী কৃষকদের পিষে হত্যা করার অভিযোগ উঠেছে অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে। আবারও তাঁকে নিয়েই শুরু হয়েছে চর্চা। বুধবার ভোট ছিল লাখিমপুর খেরিতে আর সেখানেই নিরাপত্তার ঘেরাটোপে ভোট দিতে যান অজয় মিশ্র। নিজের এলাকার মধ্যেই এমনভাবে তাঁর ভোট দেওয়া নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। নিজের এলাকায় নিজেই নিরাপদ নন তিনি এমনটাও বলতে শোনা যাচ্ছে অনেককে। তাঁর ভোট দিতে যাওয়ার এই ভিডিওয় তোলপাড় এখন নেট দুনিয়া।