মন্দিরে চুরি করে পালাতে গিয়ে দেওয়ালের গর্তে ফাঁসল চোর, ভিডিও ভাইরাল

অন্ধ্রপ্রদেশের মন্দিরে চুরি করে পালাতে গিয়ে দেওয়ালের গর্তে ফাঁসল চোর। এদিকে এহেন ঘটনায় পাপের শাস্তি কি তবে নিজেই দিলেন ভগবান! পুলিশের এক বড়কর্তা জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার জামি ইলাম্মা মন্দিরে ঢুকে ওই চোর  নয় গ্রাম রুপো চুরি করে।

অন্ধ্রপ্রদেশের মন্দিরে চুরি করে পালাতে গিয়ে দেওয়ালের গর্তে ফাঁসল চোর। এদিকে এহেন ঘটনায় পাপের শাস্তি কি তবে নিজেই দিলেন ভগবান! পুলিশের এক বড়কর্তা জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার জামি ইলাম্মা মন্দিরে ঢুকে ওই চোর  নয় গ্রাম রুপো চুরি করে। এই অবধি সবই ঠিকই ছিল। কিন্তু দেওয়লের গর্ত ফাঁদ পেতে বসে আছে, সেকি আর তা চোর জানত। ব্যাস আর কি, সব প্রস্তুতিই ছিল, কিন্তু সাথ দিলো না কপাল।  ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাঞ্চিলি থানায় অভিযুক্তের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। কাঞ্চিলি থানার সিনিয়ার অফিসার বলেছেন, 'পাপা রাও নামের একজন চোর এই কীর্তি ঘটিিয়েছেন। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার জামি ইলাম্মা মন্দিরে ঢুকে, ওই চোর  নয় গ্রাম রূপো চুরি করে। ' ওই মন্দিরে ঢোকার সময় ওই গুণধর চোর  দেওয়ালে একটি গর্ত করে মন্দিরে প্রবেশ করে। কিন্তু তখনও সে জানতো না। এ আসলে খাল কেটে যে কুমির ডেকে আনছে। তারপর আর কি, গর্তে খুড়ে দিব্যি মন্দির থেকে পাপা রাও বাবাজী  নয় গ্রাম রুপো চুরি করে বেশ খুশিটুসিই হয়েছিলেন বোধয়। ব্যাস আহ্লাদে আটখানা হয়ে বেরোনোর সময় নিজের তৈরি করা গর্তেই ফেঁসে যান তিনি। 'পাপা রাও নামের ওই চোরকে প্রমাণ সহ হাতেনাতে ধরে পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে' বলে জানিয়েছেন কাঞ্চিলি থানার সিনিয়ার অফিসার চিরঞ্জীবি।

03:57Assam : অসমে অ্যাকশন শুরু, জালে বড় পাণ্ডা! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ12:45কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী09:42'কুয়েত যেন মিনি হিন্দুস্তান' কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?05:30হিন্দু ধর্ম রক্ষার্থে বড় পদক্ষেপ যোগী আদিত্যনাথের, দেখুন কী বললেন তিনি04:55CM Yogi : 'সম্ভলের ঘটনায় একজনকেও ছাড়ব না' বিরোধীদের ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথ03:10Abhishek Banerjee: 'এক দেশ এক নির্বাচন কথাটাই হাস্যকর' লোকসভায় এ কী বললেন অভিষেক?06:10কেন সংবিধান সংশোধন করেছিলেন? নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী05:46'জওহরলাল নেহেরুর জন্যই এত গণ্ডগোল' ভরা লোকসভায় এ কী বললেন প্রধানমন্ত্রী?04:53Abhijit Ganguly : 'বাইসেপ দেখিয়ে ভয় দেখানো যাবে না' মোদীর সামনেই হুঙ্কার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের04:05পুষ্পা 2 দেখতে এসে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু, গ্রেফতার আল্লু অর্জুন