সপরিবারে গজরাজ বেরিয়েছেন ভ্রমণে। ট্রাফিক রুল তিনি মানবেন কেন। তাই কোনও নিয়মের তোয়াক্কা না করেই হাইওয়ের ডিভাইডার ভেঙে রাস্তা পার হল গজবাহিনী। ঘটনা কোয়েম্বাটোর শহরের। নরসিমহানিকনপালেন এলাকায় জাতীয় হাইওয়ের উপর থাকা ডিভাইডার অবলিলায় ভেঙে দুলকি চালে চলে যায় ছয়-ছয়টি বিশাল হাতি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। হস্তিবাহিনীকে দেখেই দূরে দাঁড়িয়ে পড়ে বাস ও গাড়ি। এর মাঝেই এক উৎসাহী যাত্রী মোবাইল ক্যামেরায় বন্দি করে নেন হাতিবাহিনীর এই সফরনামা।
সপরিবারে গজরাজ বেরিয়েছেন ভ্রমণে। ট্রাফিক রুল তিনি মানবেন কেন। তাই কোনও নিয়মের তোয়াক্কা না করেই হাইওয়ের ডিভাইডার ভেঙে রাস্তা পার হল গজবাহিনী। ঘটনা কোয়েম্বাটোর শহরের। নরসিমহানিকনপালেন এলাকায় জাতীয় হাইওয়ের উপর থাকা ডিভাইডার অবলিলায় ভেঙে দুলকি চালে চলে যায় ছয়-ছয়টি বিশাল হাতি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। হস্তিবাহিনীকে দেখেই দূরে দাঁড়িয়ে পড়ে বাস ও গাড়ি। এর মাঝেই এক উৎসাহী যাত্রী মোবাইল ক্যামেরায় বন্দি করে নেন হাতিবাহিনীর এই সফরনামা।