দশেরার জন্য এবার চণ্ডীগড়ে ২২১ ফুট লম্বা রাবণের কুশপুতুল তৈরি হচ্ছে। এটিই বিশ্বের সবচেয়ে বড় রাবণ বলে দাবি উদ্যোক্তাদের। এর জন্য খরচ হচ্ছে প্রায় ৩০ লক্ষ টাকা। কুশপুতুলটির ওজন ৭০ কুইন্টালেরও বেশি।
বাংলায় দুর্গাপুজোর দশমীর দিনই সারা দেশে পালিত হয় দশেরা উৎসব। রাবণের কুশ পুতুল বানিয়ে তাকে দাহ করার মাধ্য়মে অশুভ শক্তির দমনকে উদযাপন করা হয়। বিভিন্ন এলাকাতেই এখন তার প্রস্তুতি চলছে জোর কদমে। তবে এই বিষয়ে সবাইকে টেক্কা দিতে চলেছে চণ্ডীগড়। এখানকার ধানাস ময়দানে তৈরি হচ্ছে ২২১ ফুট লম্বা রাবণের কুশপুতুল। এটিই বিশ্বের সবচেয়ে লম্বা রাবণের কুশপুতুল বলে দাবি উদ্যোক্তাদের। এটি তৈরি করতে খরচ হচ্ছে প্রায় ৩০ লক্ষ টাকা। কুশপুতুলটির ওজন ৭০ কুইন্টালেরও বেশি। তবে দূষণ নিয়ন্ত্রণের কথা মাথায় রেখেই এর ভিতরে ভরা হবে দূষণহীন বাজি। গতবছরও এই ময়দানে রাবণের যে কুশপুতুলটি দহন করা হয়েছিল তার উচ্চতা ছিল ২১০ ফুট।